Sandhya Mukhopadhyay: মহিলা পুরহিতের হাতেই হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠান, তবে কি এমনটা চেয়ে গিয়েছেন তিনি

প্রত্যুষা সরকার, কলকাতা: বছরের শুরু থেকেই ভারাক্রান্ত সংগীত জগত। একের পর এক নক্ষত্র পতনে ভেঙ্গে পরছে সর্ণ যুগ। গত ১৫ ফেব্রুয়ারী শেষ নিশ্বাস ত্যাগ করে চলে গেছেন সকলের প্রিয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ( Sandhya Mukhopadhyay )। আর সম্প্রতি সম্পন্ন হলো তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। মায়ের শেষ সম্পন্ন করেছেন মেয়ে সৌমি সেনগুপ্তই। তবে এই শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু কোনো পুরুষ পুরোহিত করেননি। করেছেন চার মহিলা পুরোহিত। তবে কি সন্ধ্যা দেবীই এমনটা চেয়ছিলেন?
সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাধারণ জীবন
বাংলা সংগীত জগতের অত্তন্ত প্রিয় একজন সংগীত সাধিকা গীতশ্রি সন্ধ্যা মুখোপাধ্যায় ( Sandhya Mukhopadhyay )। এত বড় গায়িকা হয়েও পাবলিসিটি একদম পছন্দ করতেন না তিনি। সবার অলক্ষ্যে নিজেকে লুকিয়ে রেখে গীত সাধনা করেই কাটিয়ে ফেললেন তাঁর বাকি জীবনটা। কোনো রকম আরম্ভর পছন্দ করতেন না তিনি। তাই খুব সাধারণ জীবনযাপন করতেন তিনি। ভালোবাসতেন না বেশি শোরগোল। একান্তে বসে সংগীত সাধনা করতেন তিনি। এ কথা মাথায় রেখেই তাঁর পারলৌকিক ক্রিয়াও যেন সাদামাটা ভাবেই গানে গানে সম্পন্ন হলো ওই লেক গার্ডেন্সের বাড়িতেই।
শ্রাদ্ধানুষ্ঠান সারলেন চার মহিলা
গত শুক্রবারই শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে গীতশ্রি সন্ধ্যা দেবীর ( Sandhya Mukhopadhyay )। মায়ের শেষ কাজটি করেছেন মেয়ে সৌমি সেনগুপ্তই। তবে এই শ্রাদ্ধানুষ্ঠানে ছিল না কোনো পুরুষ পুরোহিত। শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছেন চার মহিলা পুরোহিত। তবে সন্ধ্যা দেবীই এমনটা চেয়ে গিয়েছেন? এক সংবাদ মাধ্যম থেকে তাঁর মেয়ে সৌমি দেবীকে একথা জিজ্ঞাসা করাই তিনি জানিয়ে দিয়েছেন, “মা অবশ্যই মহিলা পুরোহিত দিয়ে শ্রাদ্ধ করানোর বিষয়ে কিছুই নির্দেশ দিয়ে যান নি।” আসলে সন্ধ্যা দেবী এবং সংগীত একে অপরের সাথে মিলে মিশে একাকার। আর যেহেতু মহিলা পুরোহিতরা গানের মাধ্যমে বা পাঠের মাধ্যমে কাজ করেন। তাই শ্রাদ্ধানুষ্ঠানটি ওনাদের হাত দিয়েই সুসম্পন্ন হলো। এমনটাই জানিয়েছেন সৌমি দেবী। এদিন গান গানে সম্পন্ন হয় তাঁর শ্রাদ্ধানুষ্ঠান।
চার পুরোহিতের কাজে সন্তুষ্ট
প্রসঙ্গত, দূর্গাপূজা হোক বা শুভ যেকোনো অনুষ্ঠান পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সব ক্ষেত্রেই মহিলাদের অবাধ বিচরণ। অন্যান্য কাজের মত পৌরহিত্যে এখন নারীদের জুড়ি মেলা ভার। তাঁদের কাজে বেশ শান্তি পেয়েছেন সৌমি দেবী। তিনি জানিয়েছেন, ‘ ওঁদের হোম থেকে শুরু করে সংস্কৃত মন্ত্র পাঠ মন কেড়ে নিয়েছে একেবারে। সেগুলোর বাংলা অনুবাদও শুনিয়ে দিয়েছেন নন্দিনী দেবীরা।’ নন্দিনী ভৌমিক, রুমা রায়,পৌলমী চক্রবর্তী, সেমন্তী বন্দ্যোপাধ্যায় সম্পন্ন করলেন ‘গীতশ্রী’র শ্রাদ্ধানুষ্ঠান।
আরও পড়ুন – Ukraine-Russia war : দেশবাসীর মনোবল বাড়াতে টুইটারে ভিডিও বার্তা রাষ্ট্রপতি জেলেনস্কির
শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রীও
সন্ধ্যা দেবীর ( Sandhya Mukhopadhya ) সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিল খুবই ভালো। কিন্তু ভোটের ব্যস্ততার কারণে এদিন তিনি হাজির থাকতে পারেননি গীতশ্রীর শেষ কৃত্তে। তবে শ্রদ্ধা জানাতে ভোলেননি তিনি। ফুলে খেরা একটি স্তবক পাঠিয়ে দিয়েছেন তাঁর বাড়িতে। এমনটাই জানালেন সৌমি দেবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মালা রায়দের মতো আরও অনেকেই। রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে সাথে উপস্থিত ছিলেন সুচিত্রা কন্যা মুনমুন সেনও। সৈকত মিত্র, অরুন্ধতী হোমচৌধুরী, শিবাজী চট্টোপাধ্যায়রাও এদিন শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন। আরেকটি উল্লেখ্য বিষয় হলো, এদিন সন্ধ্যানুরাগীদের জন্য অবাধে প্রবেশ নিষিদ্ধ ছিলনা।
আরও পড়ুন – বাজছে যুদ্ধের দামামা, বিশ্বযুদ্ধের উপর তৈরি এই ৫টি যুদ্ধের সিনেমা ঝড় তুলবে আপনার মনেও