কেন্দ্রীয় মন্ত্রী এবার বিশেষ দূত! ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনতে ইউক্রেনে পাড়ি দেবেন এই চার

বিশ্ব জুড়ে বেজে উঠেছে রণডঙ্কা। বৃহস্পতিবার থেকে রাশিয়ার দফায় দফায় হামলায় ক্লান্ত ইউক্রেন। নিজেদের ঘর, বাড়ি ছেড়ে আশ্রয় ( Indian Students ) নিতে হয়েছে মেট্রো স্টেশন আর যুদ্ধ বাংকারে। মাটির নীচে যেন থেমে গেছে ইউক্রেনবাসীদের জীবন। বাইরে থেকে আসছে সর্বক্ষণ বোমার আওয়াজ। এমতাবস্থায়, শুধুই যে চিন্তিত ইউক্রেনবাসী এমনটা মোটেই নয়। ইউক্রেনে অবস্থা নিয়ে রীতিমতো চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে ভারতের আকাশেও। কারণ, মেডিক্যালের পড়াশোনা সস্তা হওয়ার জন্য ৫ হাজার কিলোমিটার দূরে ওই দূর দেশে পাড়ি দেয় বহু ভারতীয় পড়ুয়া। রিপোর্টে জানা গিয়েছে, যুদ্ধ পরিস্থিতির পূর্বে ইউক্রেনে মোট ১৬ হাজার ভারতীয় বসবাস করত।

যুদ্ধের কারণে খুবই চিন্তার মধ্যে ভুগছেন তাঁরা। অনেকে নিজ দেশে ফিরে আসতে পারলেও এখনও অনেক ভারতীয় পড়ুয়াই ( Indian Students ) সেখানে যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে রয়েছে। এদিকে, উদ্বেগ বাড়ছে তাঁদের পরিবারে। এমতাবস্থায় যুদ্ধ পরিস্থিতিতে সেখানে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ‘বিশেষ দূত’ হয়ে সেই যুদ্ধের দেশে যাবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। উদ্দেশ্য ফিরিয়ে আনতে হবে ( Indian Students ) ভারতীয় পড়ুয়াদের। কেন্দ্রীয় মন্ত্রী হরদ্বীপ সিংহ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কিরেণ রিজিজু ও ভি কে সিংহ বিশেষ দূত হয় পাড়ি দেবেন ইউক্রেনের প্রতিবেশী দেশে। সেখান থেকেই তাঁরা উদ্ধার করবেন ভারতীয় পড়ুয়াদের।

Indian Studentsএদিন প্রধানমন্ত্রীর ডাকা বিশেষ বৈঠকেই এই সিধান্ত গ্রহণ করেছে কেন্দ্র সরকার। এই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে রবিবারও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরেকটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেও নেতৃত্ব দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী। এদিনের বৈঠকের পর সিধান্ত নেওয়া হয়, বিশেষ দূত মাধ্যমেই উদ্ধার করা হবে ( Indian Students ) ভারতীয় পড়ুয়াদের। ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি চলার কারণের ভারতীয় পড়ুয়াদের প্রথমে ইউক্রেনের বিভিন্ন সীমান্তে আনা হবে। সীমান্ত পার করিয়ে পড়ুয়াদের ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়া থেকে সোজা ভারতের পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন…….বিজেপির অন্দরেই শেয়ানে-শেয়ানে লড়াই, সুকান্তর ডাকা ধর্মঘট প্রত্যাহারের আবেদন শুভেন্দুর মুখে

প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির কারণে ইউক্রেনে আপাতত বন্ধ হয়ে গেছে বিমান পরিষেবা। এই পরিস্থিতি সেখানে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধার করতে এর আগেও ভারতীয় দূতাবাস তাদের কলেজ বাসের মাধ্যমে সীমান্তে আনার ব্যবস্থা করেছিল। তার পর সেখান থেকে বর্ডার পার করিয়ে রোমানিয়া হয়ে পড়ুয়াদের ভারতে আসার ব্যবস্থা করা হয়েছিল। তবে এই কেন্দ্রীয় মন্ত্রীদের বিশেষ দূত করে পাঠানোর ঘটনায় অনেকেই রাজনৈতিক গন্ধ পাচ্ছেন।




Leave a Reply

Back to top button