মনিরত্নমের পরবর্তী ছবি PS 1 এর অভিনেতাদের লুক এলো সামনে, দেখে নিন

যুবা খ্যাত পরিচালক মানিরত্নম – এর পরবর্তী ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি পি.এস -১ বা পন্নিয়ান সেলভান(PS 1) ছবির পোস্টার অনেকদিন আগেই আলোড়ন তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। অভিনেতা ঐশ্বরিয়া রাই বচ্চন অনেকদিন পর আবার কাজ করছেন মানিরত্নমের সাথে। এই ছবিতে দক্ষিণী তারকা চিয়ান বিক্রম, কর্থি, জয়াম রবি, তৃষা কৃষ্ণান এবং ঐশ্বরিয়া রায় – এর লুক প্রকাশ্যে আনা হলো(PS 1)।

এই ছবির প্রযোজক আল্লিরাজা সুবস্করান – এর জন্মদিনে সবার লুক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করলেন ছবির কলাকুশলীরা। ঐশ্বর্য রাই এবং চিয়ন বিক্রম এর আগেও মানিরাত্নাম- এর পরিচালনায় অভিনয় করেছেন রাবণ ছবিতে। পন্নিয়ন সেলভান ছবি মুক্তি পাবে এই বছরের ৩০শে সেপ্টেম্বর(PS 1)। আরও পড়ুন: ওপারে প্রান গিয়েছিল মাতৃভাষার দাবিতে, এপারে প্রান গেল শিক্ষার দাবীতে- আনিস আসলে কার

এই ছবিতে বিক্রমের লুক যেনো তার ভিতরের দক্ষ অভিনেতার পরিচয় দিয়ে যাচ্ছে।

এছাড়াও কার্থি যেনো তার চোখ দিয়ে সবার মনে ভীতি সঞ্চার করেছেন।

এছাড়াও ঐশ্বর্য রাই – এর স্নিগ্ধ চোখ ও জায়াম রবির পরাজয় প্রকাশ পাচ্ছে এই পোস্টারে(PS 1)।

তৃষা কৃষ্ণানের চরিত্রে নিপুণতার সাথে ফুটে উঠেছে তার রাজকীয় বৈশিষ্ট্য।

মানিরাত্নামের সঙ্গে প্রায় সমস্ত বড় অভিনেতাই কাজ করেছেন। কামাল হাসান, মোহনলাল, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন এছাড়াও অজয় দেবগণ, বিবেক ওবেরয় এই তালিকায় রয়েছে আরো অনেক নাম। আরও পড়ুন: Republic Day of 2022 : গোটাটাই মুখোশ, দিন প্রতি দিন ক্ষুণ্ণ হচ্ছে ভারতের গণতন্ত্র

লয়কা প্রোডাকশন এর নিচে এখনও পর্যন্ত অনেক প্যান ইন্ডিয়া সিনেমা মুক্তি পেয়েছে। শংকর পরিচালিত রোবট ২, ইন্ডিয়ান ২ এছাড়াও রজনীকান্ত অভিনীত দরবার প্রভৃতি ছবি তামিল,তেলেগু, মালায়ালাম, কানাড়া ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে লায়কা প্রোডাকশনের হাত ধরে। ঐশ্বর্য রায়কে শেষবার দেখা যায় ফান্নে খান ছবিতে রাজকুমার রাও-র বিপরীতে দেখা যায়, সহ অভিনেতা হিসেবে এই ছবিতে ছিলেন অনিল কাপুর। এছাড়াও উমাং কুমার পরিচালিত সারাবজিত ছবিতে রণদীপ হুদার দিদির চরিত্রে মন কেরেছিলেন বিগ বি-র পুত্রবধূ।




Leave a Reply

Back to top button