নারী দিবসে লক্ষ ভিড়ে পদব্রেজে প্রিয়াঙ্কা, লক্ষ্য মহিলা ভোটব্যাঙ্ক

রাজকুমার মণ্ডল, কলকাতা  : “লাডকি হুঁ, ছেলে শক্তি হুঁ”। আন্তর্জার্তিক ‌‌‌নারী দিবসে। লক্ষাধিক মহিলার (‌ Priyanka Gandhi )‌ ভিড়ে হাঁটবেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। লখনউতে সর্ব-মহিলা মার্চের নেতৃত্ব দেবেন নারী দিবস উপলক্ষে। সম্ভাবনা প্রায় এক লাখ অংশগ্রহণকারী মহিলার উপস্থিতি। ভোটের আবহের প্রশ্ন জাগছেই। সামনেই নির্বাচন। মহিলা ভোটারদের প্রভাবিত করার প্রত্যাশিত শব্দ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই নারীদিবস (‌ Priyanka Gandhi )‌  পালনের উদ্যোগ গ্রহন করেছেন। পদযাত্রাটি ১০৯০ ক্রসিং থেকে শুরু হয়ে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের কাছে উদা দেবী মূর্তির কাছে গিয়ে শেষ হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লখনউতে সর্ব-মহিলা পদযাত্রার আয়োজনে কংগ্রেস।Priyanka Gandhi

আন্তর্জার্তিক ‌‌‌নারী দিবসে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলারা অংশগ্রহন করবেন বলে আশা কংগ্রেসের তরফে। “লাডকি হুঁ, ছেলে শক্তি হুঁ”(‌ Priyanka Gandhi )‌  স্লোগান সামনে রেখে নারী দিবসকে স্মরনীয় করে তুলতে কংগ্রেসের এই প্রয়াস নিতান্তই মানবিক বলে জানান কংগ্রস মুখপত্র। উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির অর্থাৎ ইউপিসিসি-‌র সভাপতি অজয় ​​কুমার লালু বলেছেন, “কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এই পদযাত্রার নেতৃত্ব দেবেন যাতে দলের সমস্ত মহিলা পদাধিকারীরা এবং অন্যরা অংশ নেবেন।” তিনি জানান, “মার্চটি ১০৯০ ক্রসিং থেকে শুরু হয়ে ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের কাছে উদা দেবী মূর্তির কাছে শেষ হবে।”

আরো পড়ুন পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবায় স্থগিতাদেশ, বিপাকে পড়বে যারা

জাতীয় কংগ্রেস দাবি করেছে যে সমস্ত জেলার প্রায় এক লক্ষ মহিলাকে লক্ষ্ণৌর রাস্তায় দেখা যাবে।কংগ্রেস কর্মীদের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রের সকল স্তরের মহিলারাও (‌ Priyanka Gandhi )‌  মিছিলে অংশ নেবেন। আইনজীবী, শিক্ষক, কর্মী এবং অভিনেতারাও এতে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে,জানান ইউপিসিসি-‌র সভাপতি অজয় ​​কুমার লালু।কংগ্রেসের মুখপাত্র আরোও  বলেছেন যে দলের “লাডকি হুঁ, ছেলে শক্তি হুঁ” প্রচারাভিযান শুধুমাত্র উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ পার্টি মহিলাদের ক্ষমতায়নের জন্য এই প্রচারকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা৷




Leave a Reply

Back to top button