অ্যাসিড হামলা দমিয়ে রাখতে পারেনি তাদের ইচ্ছে, আত্মবিশ্বাসেই বাজিমাৎ

অদম্য ইচ্ছা এবং কাজের প্রতি ভালোবাসা থাকলে যে যেকোনো কঠিন পথ পেরোনো যায় সমাজের অনেক স্তরের মানুষই সেটা প্রমাণ করেছেন। কিন্তু অন্য কারোর লোলুপ দৃষ্টি এবং হিংসার জেরে নিজের মুখমণ্ডল বিকৃত  হওয়া সত্বেও সমাজে প্রতিষ্ঠা পাওয়াটা অত সহজ নয়। বাকি সবার মত এই মহিলারাও স্বপ্ন দেখেছিলেন, তারপর একটি রাক্ষস সেই স্বপ্নে বীভৎসতার থাবা বসায়(Acid Attack Survivors)। কিন্তু তা কখনোই দমিয়ে রাখতে পারেনি এদের। আসুন আজ আমরা জেনে নিই এমন কিছু মহিলার কথা যারা অ্যাসিড আক্রমণের সম্মুখীন হয়েও দমে থাকেনি।

আরও পড়ুন: ফের চোখরাঙানি করোনার, লক ডাউন ভ্রুকুটিতে পড়তে চলেছে দেশ

মনিকা সিং: ২০০৫ সালে মনিকাকে বিয়ের প্রস্তাব দেয় এক যুবক কিন্তু মনিকা তা প্রত্যাখ্যান করায় এই আক্রমণের শিকার হন তিনি। মাত্র ১৯ বছর বয়সে এই বিভৎস অভিজ্ঞতার পরেও যে ঘুরে দাড়ানো যায়, তা প্রমাণ করে মনিকা। মনিকা একজন সফল ফ্যাশন ডিজাইনার। প্রায় ৪৩ বার অস্রপচারের করেন মনিকা নিজের মুখে(Acid Attack Survivors)।

Monica Singh

আরও পড়ুন: সকৌশলেই রয়ে গেলেন সোনিয়া! ফিরে দেখা এক কালের সেই অগান্ধী কংগ্রেস বোর্ড

রেশমা ফাতেমা: এক ব্যক্তি ছুরির ডগা ঠেকিয়ে রেশমাকে বিয়ের প্রস্তাব দেয়, তাও মাত্র ১৭ বছর বয়সে। রেশমা রাজি না হওয়ায় তার উপর আক্রমন চালায় সেই মানুষরূপী পিশাচ। কিন্তু আক্রমণের পর হাসপাতালে যাওয়ার আগে পুলিশ স্টেশনে গিয়ে এফ আই আর করে রেশমা। তার এই সাহসিকতার প্রশংসা অনেকে করেছেন। তার এই হার না মানা মনোবলের জন্য ২০১৫ সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তাকে পুরষ্কার দেন।

Reshma Faima

রূপা: রূপার ১৭ বছরে তার সৎ মা তার মুখে অ্যাসিড ছুড়ে মারে। এই আক্রমণের দরুন তার মুখ পুরোপুরি ঝলসে যায়। এখন তাজমহলের পাশেই একটি বুটিক হাউস চালাচ্ছেন রূপা, যার নাম রুপাস ক্রিয়েশন। শুধু এই বুটিক নয়, অন্যান্য অ্যাসিড আক্রান্তদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনেন রূপা(Acid Attack Survivors)।

Rupa Acid Attack Survivor

লক্ষ্মী আগরওয়াল: ১৫ বয়সে একটি ছেলের প্রেমের প্রস্তাব না মানায় লক্ষ্মীর উপর আক্রমন করে সেই নরপিশাচ। এই ঘটনার পর মুখমণ্ডল দেখে নিজেই ভীত হয়ে পড়ে লক্ষ্মী। কিন্তু তারপর অনেকটা পথ পেরিয়ে এসেছেন লক্ষ্মী। আজ লক্ষ্মীর বয়স ২৭ বছর। লক্ষ্মী এবং তার স্বামী আলোক দীক্ষিত খুবই সুখে সংসার করছেন আজ। এছাড়াও তাদের একটি ফুটফুটে মেয়েও রয়েছে(Acid Attack Survivors)।

Laksmi Agarwal

আরও পড়ুন: ঝাড়ুর বাতাসে উড়ল ডান-বাম! রাজনীতির উজ্জ্বল নক্ষত্র কেজরিওয়াল

সোনালী মুখ্যপাধায়: মাত্র ১৮ বছর বয়সে এই যন্ত্রণার শিকার হন সোনালী। প্রেমের প্রস্তাব না মানায় ঘুমের মধ্যেই প্রহসন নেমে আসে তার উপর।  হামলাকারীর ৯ বছরের জেল হয় এরপর। আজ সমাজের একটি সম্মানিত পদে কাজ করছেন তিনি। এছাড়াও একটি গোছানো সংসার নিয়ে তিনি খুবই খুশি(Acid Attack Survivors)।

Sonali Mukherjee




Leave a Reply

Back to top button