আইএসএল ফাইনালে উপছে পড়বে দর্শক, করোনাতেও ভিড়ের অনুমতি মিলল

রাজকুমার মণ্ডল, কলকাতা  : ফুটবল প্রেমীদের জন্য খুশির খবর। ফাইনালে ১০০ শতাংশ ছাড় দর্শকাসনে। পুরো গ্যালারি টইটুম্বুর থাকবে। এবার মাঠে বসেই স্বচক্ষে দেখতে পাবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল (‌ ISL final )‌ । যদিও ফুটবলের মক্কার দর্শক যদি থাকত তাহলে আর কথাই ছিল না। কলকাতার দুই প্রধানের উপস্থিতি নেই এবারের আইএসএল ফাইনালে। গোয়া স্টেডিয়ামে আইএসএল ফাইনালে ১০০ শতাংশ দর্শকাসন অনুমোদিত। ২০ মার্চ কেরালা ব্লাস্টার্স এবং হায়দ্রাবাদ এফসি মুখোমুখি। আইএসএল ফাইনাল  (‌ ISL final )‌ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল এর আসন্ন ফাইনালে ১০০ শতাংশ দর্শক উপস্থিতির বার্তা এক খুশির বাতাবরণ সৃষ্টি করেছে।ISL Final

গোয়া সরকারের কোভিড-১৯-এর বিশেষজ্ঞদের শীর্ষ কমিটি ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আইএসএল কতৃপক্ষ আলোচনার মাধ্যেমে এই সমাধানসূত্র উঠে এসেছে। সভায় রাজ্যের মহামারী পরিস্থিতির উন্নতির পরিপ্রেক্ষিতে এক ম্যারাথন আলোচনা চলে। স্টেডিয়ামে দর্শকাসন পুরোপুরি অর্থাৎ ১০০ শতাংশ ব্যবহারের  অনুমতি মিলেছে বলে জানা গেছে আইএসএল  (‌ ISL final )‌ সূত্রে। কমিটিতে সদস্য হিসাবে থাকা চিকিৎকরাও সওয়াল করেছেন দর্শকাসন পূর্ণ করে খেলার বিষয়ে। ফুটবল আবার পূর্ণ দর্শকাসনে হবে জেনে প্রত্যেকেই বেশ উন্মূখ। দক্ষিণ গোয়ার ফাতোর্দার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্সকাসন পূর্ণতা বজায় রেখে দেশের শীর্ষ ফুটবল লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বতে চলেছে।

আরো পড়ুন‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ পুতিনের যুদ্ধ অপরাধী কাজ অব্যাহত, ইউক্রেনকে বিদ্যুৎ ছিন্ন করতে তৎপর

ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল অনুমতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিএমসিএইচের ডিন ডাঃ শিবানন্দ বন্দেকর। চিকিৎসক কমিটি রাজ্যের কোভিড ১৯ পরিস্থিতি বিবেচনা করে ১০০ শতাংশ দর্শকাসনে দর্শক বসে খেলা দেখার অনুমতি দেয়।  ইন্ডিয়ান সুপার লিগের  (‌ ISL final )‌ ফাইনাল ম্যাচের জন্য এই অনুমতি, বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বন্দেকার। তিনি আরো বলেন, ফাইনাল ম্যাচের জন্য স্টেডিয়ামে প্রবেশ কেবলমাত্র সেই দর্শকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে যারা কোভিড ১৯ ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন বা যারা কোভিড ১৯ নেতিবাচক পরীক্ষার শংসাপত্র বহন করতে পারবেন।




Leave a Reply

Back to top button