খুশি থাকার রির্পোট কার্ড! সুখী দেশের তালিকায় পড়শিদের থেকেও পিছিয়ে ভারত

আচ্ছা মানুষ কী হাসতে ভুলে গেছে? হয় তো না, কিংবা হয় তো হ্যাঁ! বিগত কয়েক বছরে বিশ্ব জুড়ে একটা বির্পযয় যেন মানুষ কে তাড়া করে বেরিয়েছে প্রতিটা মুর্হুত। মহামারির কামড়ের দাগ এখনও অনেকটাই দগদগে। আর শুধুই কী মহামারি? নানা ব্যাধি খেয়ে ফেলেছে মানুষের প্রতিটা মুর্হুতকে। কখনও যুদ্ধের ভয় কিংবা কখনও সাম্রাজ্যবাদী অঙ্গুলিহেলন কুরে কুরে খেয়ে ফেলেছে মানুষের সাজানো গোছানো জীবনটাকে।

মানুষের হাসি খুশি জীবন থেকে মুছে দিয়েছে সুখের উচ্ছাস। আর বিশ্বব্যাপি মানুষের এই কষ্টের রির্পোট কার্ড উঠে এসেছে এদিনের সমীক্ষায়। এর আগেও গত বছর প্রকাশিত হয়েছিল বিশ্বব্যাপি সুখী দেশের রিপোর্ট কার্ড। বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্রতা, আর্থিক পরিস্থিতি, মানুষের বাঁচার তাগিদ, জীবনের গতিময়তা ইত্যাদির নিরিখে বিশ্ববাসীর সামনে প্রতিবারই প্রকাশিত হয় একটি সমীক্ষা। মূলত জাতিসংঘের উদ্যোগেই প্রতি বছর বিশ্ববাসীর সামনে উঠে আসে ‘বিশ্ব সুখী সমীক্ষা বা বিশ্ব হ্যাপিনেস রিপোর্ট’।

গত বছরও এই সময় প্রকাশিত হয়েছিল বিশ্ব সুখী দেশের তালিকা। যেখানে ভারতের ফলাফল নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। জাতিসংঘ প্রকাশিত বিশ্ব সুখী দেশের তালিকায় সেই বার ভারতের ফলাফল ছিল খুবই বাজে। গতবারের তালিকা অনুসারে, ১৫০টি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিল ১৩৯নং। যার জেরে জাতিসংঘ দ্বারা প্রকাশিত সমীক্ষা নিয়ে একাধিক অভিযোগের তোপের মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। অবশ্য, এই বিষয়ে সমস্ত অভিযোগকে নস্যাৎ করে করোনার দিকেই অভিযোগের আঙুল তুলে দেয় মোদী সরকার।

উল্লেখ্য, নতুন বছরে ফের নতুন সমীক্ষা নিয়ে হাজির জাতিসংঘ। এদিনের প্রকাশিত তালিকা অনুযায়ী, ১৪৬টি দেশের মধ্যে ১৩৬নং স্থান দখল করতে সক্ষম হয়েছে ভারত। গত বারের তুলনায় উন্নতি হয়েছে ঠিকই, তবে তা বিশেষ কিছু চোখে পড়ার মতো নয়। প্রসঙ্গত, পর পর চার বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ স্থান দখল করে বসে রয়েছে ফিনল্যান্ড। জাতিসংঘ প্রকাশিত সুখী দেশের তালিকায় ফের একবার প্রথম স্থান দখল করলো ওই দেশ। যথারীতি দ্বিতীয় স্থান দখল করেছে ডেনমার্ক। এরপরেই সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ড।

আরও পড়ুন…বসন্তের রঙে রঙিন রানু মণ্ডল! মন খুলে গাইলেন ‘মুঝে পিয়া ঘর জানা থা’

উল্লেখ্য, এই বারের সুখী দেশের তালিকায় উন্নতি করেছে ভারতের পড়শি দেশ বাংলাদেশও। জাতিসংঘ প্রকাশিত সুখী দেশের তালিকায় নিজ দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছে হাসিনার সরকার। বিগত তিন বছরে অর্থাৎ ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ৩১ ধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছে তাঁরা। এই বছরের সমীক্ষা অনুযায়ী, বিশ্ব সুখী দেশের তালিকায় নিজেদের ৯৪ তম স্থানে তুলে ধরতে সক্ষম হয়েছে তাঁরা।




Leave a Reply

Back to top button