শিশিরে ভেজা রোমান্টিক সাকিব, উম্মির প্রেমে পাগল বাঙালি ক্রিকেটার

রাজকুমার মণ্ডল, কলকাতা : শিশিরে ভেজা রোমান্টিক সাকিব আল হাসানের (‌ Shakib Shishir )‌ প্রেমের গল্প। বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের প্রেমের গল্পটা একটু অন্যরকম। সাকিব আল হাসানের স্ত্রীর নাম উম্মি আহমেদ শিশির। সাকিব আল হাসানের প্রেমের কাহানী শুরু হয়েছিল ইংল্যান্ডে। শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয় ২০১০ এ। সাকিব আল হাসানের প্রেম জীবন বেশ রোমান্টিক। সাকিব ২০১০ সালে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন। প্রথম দেখাতেই প্রেমে হাবুডুবু দুজনেই। সাকিব নিজে উম্মে আহমেদ শিশিরের সাথে দেখা করেছিলেন। উম্মির (‌ Shakib Shishir )‌ পরিবার মূলত বাংলাদেশি। যখন উম্মির বয়স ১০ বছর, তার বাবা-মা আমেরিকায় চলে আসেন। তখন থেকে উম্মি এবং তার পরিবার আমেরিকায় বসবাস করছেন। প্রথম সাক্ষাতে শাকিবের প্রেমে পড়েছেন উম্মি।

একদিকে কাউন্টি ক্রিকেটে সাকিব আল হাসান যখন ইংল্যান্ডে ছিলেন, অন্যদিকে উম্মিও ছুটি কাটাতে ইংল্যান্ডে। দুজনেই একই হোটেলে থাকার সুবাদে প্রথম দেখা। প্রথম সাক্ষাতে দুজনেই একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। সময় গড়িয়েছে এবং সাকিব ও উম্মীর (‌ Shakib Shishir )‌ প্রেম গভীর হয়েছে। তারপর এই বন্ধুত্ব কখন প্রেমে রূপ নেয় উম্মি বা সাকিব নিজেরাই জানেন না। দুজনেই যখন বুঝতে পারলেন যে তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবেন না। তখন তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। প্রেম পরিণত হয় বিয়েতে। ২০১২ সালের ১২ ডিসেম্বর শাকিব ও উম্মি একসূত্রে আবদ্ধ হন। বিয়ের পর, ২০১৫ সালে, সাকিব এবং উম্মি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার নাম আলায়না হাসান অব্রে। আবারও ২০২০ সালের এপ্রিলে আরও এক কন্যা সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী উমি।

আরও পড়ুন ‘জলসা’-য় অভিনয়ে না বিদ্যা বালানের, পরে ‘মায়া মেনন’ ভূমিকায় খুশি বিদ্যা

যদিও সাকিব ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলতে পছন্দ করেন না। তার স্ত্রী উমি লাইমলাইটে আসেন ২০১৪ সালে। ভারত-বাংলাদেশ ম্যাচের সময় মিরপুরে এক ব্যবসায়ীর ছেলেকে মারধর করেন সাকিব। আসলে সেই ম্যাচের সময় একজন ব্যবসায়ীর ছেলে রহমান সাকিবের স্ত্রী উম্মীর(‌ Shakib Shishir )‌  সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি সাকিব জানতে পেরে কিছু নিরাপত্তাকর্মীসহ ঘটনাস্থলে পৌঁছে রহমানকে বেধড়ক মারধর করেন। ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন এই ঘটনায় উম্মে আহমেদ শিশিরকে করা যৌন হয়রানির দায়ে রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।




Leave a Reply

Back to top button