নজরে নবাগতরা, আইপিএল অভিষেকেই ধামাকা খেল দেখাবে এই খিলাড়িরা

রাজকুমার মণ্ডল,কলকাতা : নবাগতদের ( IPL debutants ) প্রভাব পড়বে আসন্ন আইপিএলএ। ক্রিকেটারদের অভিষেকের দিকে নজর থাকে প্রতিটি আইপিএল প্ল্যাটফর্মেই। নবাগত ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রমাণ করার জন্য একটি বিশাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে। ২০২২ মরশুমেও একইভাবে নজর থাকবে প্রতিটি নতুন ক্রিকেটারের দিকে। এরই মধ্যে প্রতিশ্রুতিবান কিছু ক্রিকেটার ( IPL debutants ) প্রত্যাশিতভাবে ভালো ফল করতে পারেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর শুরু হতে চলেছে ২৬ মার্চ থেকে।কয়েকজন অভিষেককারী খুঁজে বের করে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে যে কোনো মূহুর্তে এই ক্রিকেটাররা পার্থক্য তৈরি করবে বলে আশা করা হচ্ছে। প্রথমেই নাম আসবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডিওয়াল্ড ব্রুইস। ব্রুইস ( IPL debutants ) ডান-হাতি ব্যাটার এবং লেগ-ব্রেক বোলার। অসাধারন ও তাৎক্ষণিক স্ট্রোক নেওয়ার দক্ষতার জন্য “বেবি এবিডি” ডাকনামে খ্যাত। উঁচু ও লম্বা শট খেলার জন্য বেশ পরিচিত এই প্রোটিয়া। এবারের নিলামে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স বেছে নিয়েছে ডিওয়াল্ড ব্রুইসকে।১৮ বছর বয়সি উঠতি তারকা ক্রিকেটার ব্রেভিস। এই বছরের শুরুতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যক্তিগত ৫০৬ রান করেছিলেন। টুর্নামেন্টে এককভাবে সবচেয়ে বেশি রান করেছিলেন ব্রেভিস। ২০০৪ সালে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের ব্যক্তিগত ৫০৫ রানের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল ব্রেভিস। অলরাউন্ড পারফরমেন্সে সাতটি উইকেট নেন এই লেগ স্পিনার ( IPL debutants ) । কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে অনুপ্রেরণা বলেন ব্রেভিস। নিজের দিনে সবসময় রাজত্ব করতে পছন্দ করেন এই ক্রিকেটার।
আরও পড়ুন পাকিস্তানের হাত! ভারতকে বিশ্বকাপ সেমির রাস্তা করি দিল পাক মহিলারা
অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারগেকার। মহারাষ্ট্রের ওসমানাবাদ থেকে উঠে আসা ক্রিকেটার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির হয়ে সুযোগ পেয়েছেন। ডানহাতি মিডিয়াম পেসার এবং ডান-হাতি ব্যাটার হাঙ্গারগেকার ( IPL debutants ) চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজে ভারতের বিজয়ী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অসাধারন পারফরমেন্স সকলকে মুগ্ধ করেছিল। আর এক মিডিয়াম পেসার দীপক চাহারের চোটের কারণে সুযোগ পেয়েছিলেন। ১৯ বছর বয়সী এই ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্স দলের ভালো ফিনিশার হিসাবে দক্ষতা দেখাতে মরিয়া চেষ্টা চালাবেন বলে আশা। কোয়াড্রিসেপস ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম দিকে অনুপস্থিত থাকতেও পারেন।মহারাষ্ট্রের হয়ে পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছেনমুম্বই ইন্ডিয়ান্স দলের ‘ফিনিশার’ হাঙ্গারগেকার।
