দশভি ছবির ট্রেলারেই চমক, গঙ্গারাম অভিষেক বচ্চনের অভিনয়ে ভিন্ন স্বাদ

রাজকুমার মণ্ডল, কলকাতা : অভিষেক বচ্চন অভিনীত হিন্দি ছবি দশভি। ছবির ট্রেলারেই চমক। এক নতুন ভিন্ন স্বাদের শিক্ষামূলক ছবি দশভি (‌ Dasvi )‌ । বহুল প্রতীক্ষিত ফিল্ম দশভির ট্রেলার উন্মোচন করা হয়েছে। হিন্দি ফিল্মের মাধ্যমে শিক্ষার তাৎপর্যকে কেন্দ্র করে তৈরী হয়েছে ছবিটি। ম্যাডক ফিল্মস প্রযোজিত দাসভি ৭ এপ্রিল নেটফ্লিক্স ইন্ডিয়া এবং জিও সিনেমায় মুক্তি পাবে। ট্রেলারটি বেশ কৌতূহলী পর্যায়ের। অভিষেক বচ্চন অভিনয় করছেন গঙ্গা রাম চৌধুরীর ভূমিকায়। একজন অহংকারী “জাট মুখ্যমন্ত্রী” যিনি দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছেন৷dasvi

নিমরত কৌর অভিনয় করছেন গঙ্গারামের স্ত্রী বিমলা দেবীর চরিত্রে। চৌধুরীর কারাবাসের পর গঙ্গারামের স্ত্রী বিমলা দেবী মুখ্যমন্ত্রী হন। দশভি (‌ Dasvi )‌  ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ইয়ামি গৌতম। দারুন ঘটনাবহুল দশভি (‌ Dasvi )‌  ছবির প্লটটি এক অপ্রত্যাশিত মোড় নেয়। অভিষেক বচ্চনকে যখন আইপিএস অফিসার ট্রিগার করেন। গঙ্গারামকে “অনপধ গাওয়ার অর্থাৎ অশিক্ষিত” বলে অভিহিত করেন।dasvi

আরও পড়ুন চৌষট্টি খোপের বিষ্ময় বালক, দাবার প্রেমে পাগল প্রজ্ঞানান্ধা

জেলে থাকাকালীন শিক্ষা চালিয়ে যাওয়ার সদিচ্ছা জোরদার করে। অতপর দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা অর্থাৎ দশভি করে যোগ্য হওয়ার সিদ্ধান্ত নেয় গঙ্গারাম। দশভি (‌ Dasvi )‌  ছবিটি লিখেছেন রিতেশ শাহ, সুরেশ নায়ার এবং সন্দীপ লেজেল। ছবিটির পরিচালনা করেছেন নবাগত তুষার জালোটা। স্ক্রিপ্ট এবং সংলাপ পরামর্শক হলেন কুমার বিশ্বাস। যিনি নিজে একজন কবি এবং প্রাক্তন আম আদমি পার্টি বা আপ দলের নেতা।




Leave a Reply

Back to top button