গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া-‌রনবীর, যমজ পোষাকে নিভৃতে যুগলবন্দি

রাজকুমার মণ্ডল, কলকাতা : আলিয়া ভাট ও রনবীর কাপুরকে (‌ Alia Bhatt and Ranbir Kapoor )‌  নিভৃতে দেখা গেল একফ্রেমে। দুজনেরই পরনে কালো পোষাক। অনেক প্রশ্নই উঠে আসছে। তাহলে কী খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন আলিয়া-‌রনবীর?‌ এর আগেও বিয়ের গুজব রটেছিল। গত বছরের নভেম্বরে একাধিক আশা আশঙ্কার মাঝে আবার পেরিয়ে গেছে বেশ কয়েকটি মাস। মুম্বইয়ের শহরে নিজেদের ব্যস্ততার মাঝেও দেখা যায় যুগলকে। এর আগে রণবীর কাপুর এবং আলিয়া ভাট  (‌ Alia Bhatt and Ranbir Kapoor )‌ যখন থেকে ডেটিং শুরু করেছেন প্রায়ই শিরোনামে উঠে এসেছেন। সোনম কাপুরের রিসেপশনে একসঙ্গে হাজির হওয়ার পর পরই ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবির অভিনেত্রী তাদের নিজেদের সম্পর্ককে ইনস্টাগ্রামে অফিসিয়াল পোস্ট করেছিলেন।

alia bhatt and ranbir kapoor
alia bhatt and ranbir kapoor

পরবর্ত্তী ক্ষেত্রে কোনো এক সাক্ষাৎকারে ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা রনবীর কাপুর প্রকাশ্যে জানিয়েছিলেন যে তিনি  আলিয়া ভাটের সাথে ডেটিং করছেন। অতএব তাদের সম্পর্ককে নিভৃতে অতিবাহিত করার জন্য এক স্থান প্রয়োজন। অপরদিকে বলিউডে (‌ Alia Bhatt and Ranbir Kapoor )‌  প্রবেশের প্রথম দিন থেকেই ‘সাওয়ারিয়া’ অভিনেতার প্রতি বেশ কাতরতা প্রকাশ করেছিলেন আলিয়া। রনবির নাকি তার শৈশব ক্রাশ। কোনও এক টক শোতে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন আলিয়া ভাট।

আরও পড়ুনকাতার বিশ্বকাপে নেই ইতালি, টানা দুবার নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা

আপাতত প্রচন্ড ব্যস্ততার এই যুগল। পরস্পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন দুজনে। আলিয়া ভাটের পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ব্রহ্মাস্ত্র’ ডার্লিংস এবং ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। অন্যদিকে রণবীরের কাছে রয়েছে ‘পশু’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘শামশেরা’ এবং লভ রঞ্জন ছাড়াই আরো বেশ কয়েকটি সিনেমা। তবে চায়ে পে চর্চায় তারকা যুগলের (‌ Alia Bhatt and Ranbir Kapoor )‌  আলোচনা সবসময়। আপাতত রনবীর কাপুরকে কালো টি-‌শার্ট এর সঙ্গে কালো জিনসে দেখা গেছে আলিয়ার হাত ধরে শহরের কোনো এক নিভৃতে। আলিয়ার পরনেও কালো স্লিমলেস পোষাকে মিল খুঁজে পাচ্ছে নেটিজনেরা। খুব তাড়াতাড়ি চার হাত এক হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল।




Leave a Reply

Back to top button