দ্য কাশ্মীর ফাইলস, সেন্সর বোর্ডের কাঁচিতে কাটছাঁট সাত আপত্তিকর দৃশ্য

রাজকুমার মণ্ডল, কলকাতা : কাশ্মীর ফাইলস-এর বেশ কিছু আপত্তিকর দৃশ্য ও কথোপকথন ছেঁটে দেওয়া হয়। যে দৃশ্য ও বাদানুবাদ বেশ ভয়নক প্রভাব ফেলতে পারত সমাজজীবনে। দর্শকমনেও প্রভাব ফেলতে পারতো বলে ধারনা ছেল সেন্সর বোর্ডের। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবি বলিউডে দারুনভাবে প্রভাব বিস্তার করেছে। বক্সঅফিসে সাড়া জাগিয়েছে তুমুলভাবে। কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনের কাহিনী অবলম্বনে তৈরী চলচিত্র, দখল করেছে আপামর জনসাধারনের হৃদয়।
সাত সাতটি দৃশ্য ছেঁটে ফেলে দেওয়া হয় কাশ্মীর ফাইলস (The Kashmir Files ) থেকে। সেন্সর বোর্ড ছবি থেকে ৭ টি জায়গা কেটে ফেলে দেয়। দেখুন ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে বাদ দেওয়া হয়েছিল সংবাদমাধ্যমের হলফনামা। ছবির একাধিক দৃশ্যে একটি জাতীয় সংবাদ মাধ্যমের চিত্র দেখা যায়। বিজ্ঞাপন আইনের মারপ্যাঁচে সেন্সর বোর্ডের নির্দেশে লোগো মুছে দেওয়া হয়। জাতীয় পতাকা নিয়েও বেশ কিছু ছবি ছিল এই ফিল্মে। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবিতে(The Kashmir Files ) জাতীয় পতাকার একটি দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়। ভারতের জাতীয় পতাকা মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য আপত্তিকর। ছবিতে একাধিক বার কথোপকথনে ‘হিন্দু’,‘সাধু’ ‘পন্ডিত’, শব্দগুলো বাদ দেওয়া হয়েছে। কারণ শব্দগুলিকে কোনও অশালীন শব্দের সঙ্গে জুড়ে ব্যাবহার করা হয়েছিল।
আরও পড়ুন ধোনি-ডুপ্লেসিস যুগলবন্দি, প্রাক্তন সতীর্থকে জড়িয়ে ধরার মূহুর্তের ছবি ভাইরাল
‘দ্য কাশ্মীর ফাইলস’ ফিল্মে সন্ত্রাসবাদী এক নেতার বাড়িতে থাকা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি বাতিল করা হয়েছে। বিতর্ক এড়াতে এই ছবিটিকে (The Kashmir Files ) পুরোপুরি কেটে ফেলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভের মূহুর্তের ছবিতে বিশ্ববিদ্যালয়ের পোস্টারে ‘ধর্ষণ’ কথাটি লেখা থাকা পোস্টারগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে। জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম সরিয়ে জেএনইউ এর বদলে এটিইউ করে দেয় সেন্সর বোর্ড। এছাড়াও ছবির একটি দৃশ্যে ‘ডিস্কো সিএম’ লেখা তুলে দেওয়া হয় সেন্সর বোর্ডের কড়া নজরদারিতে।