আইপিএল নন্দিনি, রহস্যময়ী ললনাকে ঘিরে প্রশ্নের জটাজাল

রাজকুমার মণ্ডল, কলকাতা : রহস্যময়ী ললনা। আইপিএল এ শরীর দোলাচ্ছেন (‌‌IPL 2022 Mystery Girl )‌। ম্যাচ চলাকালীন বারবার ফোকাস এই ললনার দিকেই। টিভি পর্দায় বিচ্ছুরণ দিচ্ছি ললনার শরীরি ভাষার ছবি, বেজে উঠেছে পুরুষ হৃদমাঝারে স্পন্দন। কেকেআর বনাম চেন্নাই ম্যাচে বারবার নিজের শরীর উদ্বেলিত করে ঝংকার বয়ে ঝড় তুলে দিচ্ছিলেন পুরুষ শরীরে। সুন্দরী ললনার (‌‌IPL 2022 Mystery Girl )হাতে দেখা যাচ্ছিল চেন্নাই রঙের ঝলকানি। রহস্যময়ী নারীর পরিচয় খোঁজ চললেও, হদিশ দিতে পারেননি ক্যামেরাপার্সনও। চেন্নাইয়ের হলদে দোপাট্টা ললনার সরু তর্জ্জনী ও মধ্যাঙ্গুলির মাঝে শক্ত করে আবদ্ধ। আন্দোলিত সারা শরীরের সাথে সাথে। টিভি পর্দায় ভেসে উঠতেই সবকটি চোখের গতিবিধি ললনার দিকে ধাবিত।ipl 2022 mystery girl 2

চলতি আইপিএল এ চেন্নাই সুপার কিংসের ব্যাটন তুলে দেওয়া হয় রবীন্দ্র জাদেজার হাতে। মহেন্দ্র সিং ধোনির কাঁধ হাল্কা করে দায়িত্ব নেন জাদেজা। শক্ত হাতেই ধরেছেন এই হাল। প্রথম ম্যাচেও দুর্দান্ত পারফরমেন্স। এর আগে চার চারটি আইপিএল (‌‌IPL 2022 Mystery Girl )জেতেন ধোনি। এরপর তিনি ক্লান্ত নিজে খেলতে চান চাপমুক্ত হয়ে। এবছর মাঠে নেমেই দেখিয়েছেন ধোনি ধামাকা। প্রথম ম্যাচেই অর্ধশতরান করে ধোনি। ক্রিজে ছিলেন ধোনির প্রিয় সহ ক্রিকেটার চেন্নাই অধিনায়ক জাদেজা। ম্যাচের সময় একের পর এক চেন্নাই বাউন্ডারির উত্তেজনায় স্ফুলিঙ্গের মতো উদ্বেলিত হতে দেখা গেছে রহস্যময়ী ললনার শারিরীক আন্দোলন।ipl 2022 mystery girl

আরও পড়ুন দু-‌দুবার ছয়-‌ছক্কার মালিক, মুম্বইকে একাই উড়িয়ে দিলেন ললিত যাদব

কে এই ললনা?‌ নাম জানা গেলেও পুরো পরিচয় জানা সম্ভব হয়নি। সুন্দরী তন্বী নয়নে বহ্নি প্রজ্বলিত করে ললনা ঘুম কেড়েছেন অধিক পুরুষের। ললনার(‌‌IPL 2022 Mystery Girl ) নাম দেবাকি নায়ার। পেশায় ডিজিটাল বিপননকারী। সুন্দরী ঝড় তুলেছেন পুরুষ হৃদে। ভাইরাল ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবাকি। ম্যাচের মাঝে মাঝেই ক্যামেরা ধাবিত হচ্ছিল সুন্দরীর দিকে। চেন্নাই দলের ভালো মূহুর্তের সাক্ষী এই ললনার উচ্ছ্বাস।




Leave a Reply

Back to top button