এবার বড়পর্দায় তৃণা সাহা, সৃজিতের ছবিতে পরমব্রতর সঙ্গে ছোটপর্দার ‘গুনগুন’

রাজকুমার মণ্ডল, কলকাতা : ‘লক্ষ্মীপ্রিয়া’‌র ( Loho Gouranger naam re ) ভুমিকায় এবার ‘গুনগুন’। সিরিয়াল থেকে এবার বড় পর্দায় পা রাখলেন অভিনেত্রী তৃণা সাহা। টেলিভিসনে বেশ কয়েকটি কাজে সাফল্যের পরপরই বড় পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন তৃণা। বড় পর্দায় বিশেষ চরিত্রে অভিনয় করলেও মুখ্য চরিত্রে অভিষেক হতে চলেছে নতুন টেলিকুইনের।ছোট পর্দার ‘গুনগুন’ উন্নীত বড় পর্দায় ( Loho Gouranger naam re ) ‘লক্ষ্মীপ্রিয়া’। রানা সরকার প্রযোজিত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই ছবিতে তৃণা সাহার বিপরীতে পরমব্রত চট্টোপাধ্যায়।Loho Gouranger naam re

তৃণা, পরমব্রত, প্রিয়াঙ্কা ছাড়াও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ( Loho Gouranger naam re ) ছবিতে গিরিশ ঘোষের চরিত্রে ব্রাত্য বসু। আরও তিন চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম ও সোহিনী সরকার।‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আর তাঁর স্ত্রী লক্ষ্মীপ্রিয়া হচ্ছেন তৃণা। চৈতন্য অন্তর্ধান রহস্য-ই এই ছবির প্রেক্ষাপট। এর আগে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। পরে বদলে প্রিয়াঙ্কাকে দেওয়া হয় নটী বিনোদিনীর চরিত্র।Loho Gouranger naam re

আরও পড়ুন আর্য-‌চারুর গোপন প্রেম, এক চুমুতেই দেবচন্দ্রিমা-‌রিজওয়ানের সম্পর্ক ফাঁস

টিনসেল টাউনের সাথে যুক্ত টেলিকুইন তৃণা সাহা খুব শীরই শেষ করবেন অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’র কাজ। এরপর খুব তাড়াতাড়ি শুরু হবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শ্যুট। জুন থেকেই শুরু হবে ছবির শ্যুট। এর মধ্যেই ‘ইস্কাবনের বিবি’র কাজ শেষ হবে তৃণার। একসময় তৃণা ছিলেন সৃজিতের ছবির সহ-পরিচালক। পরিচালক ( Loho Gouranger naam re ) সৃজিত জানিয়েছেন, ‘লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে খুব ভালো মানাবে তৃণাকে। যাঁরা সহ -পরিচালক হিসেবে কাজ করে তাঁদের এমনিতেই অভিনয়ের উপর আলাদা দক্ষতা থাকে। আমর মনে হয় তৃণা দারুণ কাজ করবে।’রানা সরকার প্রযোজিত ও সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার কাজ শুরু হওয়ার অপেক্ষায়।

আরও পড়ুন অরুণিতা-‌পবনদীপ রোমান্স, ‘পহেলা নশা’ র রোমান্টিক জুটির চর্চা তুঙ্গে




Leave a Reply

Back to top button