আজও এই অদ্ভুদ সৌন্দর্যের ব্যাখা কেউ দিতে পারেনি, জেনে নিন পৃথিবীর অদ্ভুদ পাঁচটি জায়গার নাম

এই ধরণীকে ঘিরে আমাদের যতটুকু কল্পনা সেটা খুবই নগন্য। আসলে এই পৃথিবী আমাদের কল্পনা আর ধরা ছোঁয়ার একেবারে বাইরে। পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যার ইতিহাস ও সৃষ্টির উৎস আজও আমাদের কাছে অজানা ( weirdest places )। এই জায়গাগুলো ভারী অদ্ভুদ। আমরা হয়ত কখনই কল্পনা করতে পারিনি এই রকম অদ্ভুদ স্থান পৃথিবীতে থাকতে পারে। এই রকম অদ্ভুদ জায়গার কথা আমাদের কল্পনাশক্তিতেও আসা দুষ্কর। জেনে নেওয়া যাক পৃথিবীর পাঁচটি অদ্ভুদ জায়গা –
১। ম্যাকমারডো ড্রাই ভ্যালি

পৃথিবীর অদ্ভুদ জায়গাগুলোর মধ্যে একটি হল ম্যাকমারডো ড্রাই ভ্যালি ( McMurdo Dry Valleys )। অ্যানটারটিকার মধ্যস্থলে অবস্থিত এই ভ্যালি সারা বছর চরমভাহবে শুষ্ক থাকে। অদ্ভুদ এই জায়গাটিকে নিয়ে সেই অঞ্চলে ভয়ানক অনেক কল্পকাহিনী প্রচলিত আছে। অনেকেই বলেন এই স্থানটির সঙ্গে নাকি মঙ্গল গ্রহের একটা সম্পর্ক রয়েছে। বিজ্ঞানীরা আজও এই বিষয়টির ব্যাখা দিতে পারেননি।
২। মাউণ্ট রোরাইমা

অদ্ভুদ স্থানের নাম এলে ভেনিজুয়েলায় অবস্থিত এই পর্বতমালার ( Mount Roraima ) কথা উঠে আসবে না তা হয় না। পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক জায়গাগুলোর মধ্যে এটি হল একটি। শুকনো মরশুমেও এটি মেঘে ঢাকা থাকে। ‘মাউণ্ট রোরাইমা’ প্রথম ভু-বিজ্ঞানীদের নজর কাড়ে ১৫৯৬ সালে। সেই থেকে এই পর্বতকে নিয়ে কম গবেষণা হয়নি। এই দুর্গম পর্বতের রোমাঞ্চ পূরণ করতে খুব কম মানুষই এখানে আসেন।
আরও পড়ুন…………প্রতারণার শিকার রিমি সেন, কোটি টাকা হারিয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ বলি অভিনেত্রী
৩। ক্যালিফোরনিয়া রেসট্র্যাক প্লায়া

অন্যতম বিস্ময় সৃষ্টিকারী একটি জায়গা হল ‘ক্যালিফোরনিয়া রেসট্র্যাক প্লায়া’। আপাত দৃষ্টিতে এই স্থানে গেলে আপনি লক্ষ করবেন এখানের পাথরগুলো নিজে নিজেই চলছে বা স্থান পরিবর্তন করছে। কিন্তু তা নয়। এই রহস্য আজও উদ্ধার হয়নি। আপনি রোমাঞ্চপ্রিয় হলে একবার ঘুরে আসতে পারেন এই দুর্গম জায়গাটিতে।
৪। নরকের দরজা

নাম শুনেই বুক কেঁপে উঠলে আমাদের কিছু করার নেই। পৃথিবীর অদ্ভুদ জায়গাগুলোর মধ্যে এই নামটি উঠে আসবেই। ১৯৭১ সাল থেকে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে আজও জ্বলছে এই জায়গার আগুন। আজও থামেনি সেই আগুনের লাভা। ১৯৭১ সালে এখানে বিষাক্ত গ্যাস আছে এমন তথ্য উঠে আসে। এই গ্যাসকে নষ্ট করতেই আগুন জ্বালানো হয়। যা আজও অবিরাম জ্বলেই চলেছে।
আরও পড়ুন…………প্রাণের ভয় থাকলে মোটেই যাবেন না! রইল পৃথিবীর এমন ৫টি নিষিদ্ধ স্থানের রহস্য
৫। আওকিঘারা জঙ্গল

এটি জাপানের সবথেকে প্রাচীন ও ভয়ংকর একটি ভূখণ্ড ( Aokigahara, The Jungle of Suicide )। এই নামটি যে শুনে সেই আঁতকে ওঠে। জানা যায় এই স্থানটি সুসাইড স্পট নামেও পরিচিত। এখানে অনেকেই আত্মহত্যা করেছেন। এছাড়াও শোনা যায় এখানে মানুষখেকো গাছে সন্ধান পাওয়া গেছে। সম্পূর্ণ এই জঙ্গলটি বিষাক্ত গাছ আর পোকায় ভর্তি। দুর্গম এই অঞ্চলটি ভুত প্রেতের জন্যই বেশ সুপরিচিত।