K.G.F Chapter 2: ২৫ কেজি ওজনের পোশাক পরে শুটিং এর অভিজ্ঞতা জানালেন সঞ্জয় দত্ত,দেখুন ছবি

অনীশ দে, কলকাতা: কয়েকবছর আগে পর্যন্ত দক্ষিণী ছবির দর্শক সীমাবদ্ধ ছিল শুধু দক্ষিণ ভারতে(K.G.F Chapter 2)। কিন্তু এস এস রাজামৌলি বাহুবলী ২ মুক্তির পরে দক্ষিণ ও উত্তর এই রেখা যেনো মুছে গিয়েছে। এরপর প্রশান্ত নীল(Prashant Neel) পরিচালিত কে.জি.এফ(K.G.F CHAPTER 1) দক্ষিণী ছবিকে দর্শকদের কাছে এক অন্য মাত্রায় নিয়ে যায়। এমনকি বলিউডের বেশির ভাগ কলাকুশলী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কে.জি.এফ(K.G.F CHAPTER 1) দেখার পর।
কে.জি.এফ যে ইয়াশকে(K.G.F CHAPTER 1) একজন বড় তারকা বানিয়েছে সেটা কারো অজানা নয়। কিন্তু খলনায়কের ভূমিকায় সঞ্জয় দত্ত(Sanjay Dutt) যে কতটা সাবলীল তা ট্রেলার(K.G.F Chapter 2) দেখার পর পরিষ্কার।গতকাল দিল্লিতে কে.জি.এফ- চ্যাপ্টার ২(K.G.F Chapter 2) এর সাংবাদিক সম্মেলনে উঠে আসে বেশ কিছু অজানা কথা, যা জানলে আপনিও চমকে জানেন। সাংবাদিক সম্মেলন চলাকালীন সঞ্জয় দত্ত(Sanjay Dutt) তার অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সবার সাথে।
প্রথমে কিছুটা শুটিং(K.G.F CHAPTER 2) হয়ে গিয়ে থাকলেও পরবর্তীতে সঞ্জয় দত্তের(Sanjay Dutt) খলনায়ক হিসেবে সংযোজন যে এই ছবির মান আরও বাড়িয়ে দিয়েছে তা আর আলাদা করে বলা লাগে না। সঞ্জয় দত্ত জানান কিভাবে তাকে ২৫ কেজি ওজনের একটি পোশাক পরে শুটিং করতে হয়। ঘন্টার পর ঘন্টা তাকে এই পোশাক পরে থাকতে হলো কিন্তু তাতে তার ছিল না কোনো আপত্তি।
আরও পড়ুন: বন্ধুর সাথে যৌনতার প্রস্তাব দেয় সঞ্জয়, করিশমার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বি-টাউন
এই ঘটনা প্রমাণ করে সঞ্জয় দত্ত(Sanjay Dutt) কতটা সাবলীল একজন অভিনেতা। কে.জি.এফ চ্যাপ্টার ২(K.G.F CHAPTER 2) যে বক্স অফিসে ঝড় তুলবে সেটা কারো অজানা নয়। এই ছবিটি ভারতীয় চলচ্চিত্রকে যে বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম তা নিয়ে যথেষ্ট আশাবাদী ছবির পরিচালক প্রশান্ত নীল(Prashant Neel) এবং অভিনেতা ইয়াশ।
এই সাংবাদিক সম্মেলনে ছবির নায়ক ইয়াশ(Yash) জানান যে তার ব্যক্তিগত চরিত্র রকির চরিত্রের কাছেই বিচরণ করে। এছাড়াও তিনি এও জানান কে.জি.এফ চ্যাপ্টার ২ যদি সফলতা পায় তবে ভাষার দেওয়াল টপকে যাওয়াটা খুবই সহজ হবে। ইয়াশ বলেন আগে দর্শকরা নিজ নিজ মাতৃভাষার ছবি ও হিন্দি ছবির পর্যন্তই সীমাবদ্ধ ছিল, কিন্তু ও.টি.টি আসার পর এই ভাষার ব্যবধান কমেছে। এবং দক্ষিণ ভারতীয় ছবির ব্যবসা যে সারা ভারতবর্ষেই খুব ভালো হয় তার প্রমাণ আগেও পেয়েছে দর্শক। বাহুবলী ১, বাহুবলী ২, কে.জি.এফ চ্যাপ্টার ১ এবং পুষ্পা এর জলজ্যান্ত উদাহরণ।