বিজেপি করায় কাজে কোপ রুদ্রনীলের, জেনে নিন বিস্তারিত

অনীশ দে, কলকাতা:  বাংলা চলচ্চিত্রের তারামণ্ডলীর অন্যতম তারকা হিসেবে পরিচিত রুদ্রনীল ঘোষ(Rudranil Ghosh)। প্রথমদিকে নিজের কমেডির মাধ্যমে নানা ছবিতে প্রাণ সঞ্চালন করেছেন তিনি দীর্ঘদিন। পরবর্তীকালে গুরুগম্ভীর চরিত্রেও একইভাবে সাবলীল থেকেছেন এই অভিনেতা। কিন্তু সম্প্রতি রুদ্রনীল(Rudranil Ghosh) এক গম্ভীর অভিযোগ জানান। বিজেপি(BJP) করায় নাকি তিনি আর কাজ পাচ্ছেন না। তবে কি একমাত্র শাসকদলের কাছাকাছি থাকলেই পাওয়া যাবে কাজ নচেৎ নয়?

rudranil 2

তিনি জানান আগামী দেড় বছর তার হাতে কোনো কাজ নেই। বিরোধী দলে থাকতেই এমন ব্যবহার বলে জানাচ্ছেন তিনি। কিন্তু সংস্কৃতির পীঠস্থান পশ্চিমবঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের খাতিরে শিল্পীর হাতে কাজ থাকবে না, তা কেউই আশা করে না। অভিনেতা(Rudranil Ghosh) জানিয়েছেন, “যদি রুজি-রুটির জায়গাটা ছলচাতুরি করে বন্ধ করে দেওয়া হয় বিরোধী রাজনীতি করার অপরাধে, তখন তো মানুষকে ভাবতেই হবে। প্রিয় কাজটিকে আগলে রাখার জন্য রাজনীতি থেকে তাঁকে বিদায় নিতেই হবে।”

Rudranil

এ বিষয়ে রুদ্রনীল(Rudranil Ghosh) আরও জানান, টলিউডের প্রথম তালিকার সেলেব হিসেবে যে পরিমাণে কাজ তার পাওয়ার কথা তার সিকিভাগও জুটছে না তার। অন্যদিকে তার সমসাময়িক অভিনেতারা যথেষ্টই কাজ পাচ্ছেন। কিন্তু বিরোধী রাজনীতি করায় বাদ গেছেন বলে অভিযোগ জানান তিনি। তিনি বলেন, “পরিচালক-প্রযোজক বন্ধুরা, যাঁদের মধ্যে কেউ কেউ আবার শাসকদলের ঘনিষ্ঠ, তাঁরা পরিষ্কার করে বলেছেন বিজেপিটা ছেড়ে দে, নইলে তোকে কাজে নিতে অসুবিধা হচ্ছে”।

আরও পড়ুন:Sri Lanka Crisis: শ্রীলঙ্কার দিকে সাহায্যের হাত বাড়ালো ভারত, পাঠানো হচ্ছে খাদ্য ও জ্বালানি

কিন্তু শুধুমাত্র শাসকদল করলেই যদি কাজ পাওয়া যায় তবে তা অগণতান্ত্রিক। বিশেষ করে পশ্চিম বঙ্গে বরাবরই রাজনৈতিক মতভেদ দেখা দিলেও শিল্পীদের কাজের ক্ষেত্রে তা কোনোদিনই প্রভাব ফেলতে পারেনি। রুদ্রনীলের(Rudranil Ghosh) এই বয়ান যেনো রাজ্যের এক কঠোর বাস্তবের সম্মুখীন করলো আমাদের। গত কয়েক বছরে দর্শক যে শুধু ভালো অভিনেতাদের দেখতে চান তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখান থেকে তার মত অভিনেতার হাতে কাজ না থাকাটা অত্যন্ত দুঃখজনক।

 

এই বছর রুদ্রনীলের(Rudranil Ghosh) ‘স্বস্তিক সংকেত’, ‘আবার বছর কুড়ি পরে’ এই দুটি ছবি মুক্তি পায়। এপ্রিলে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘অভিযান’ মুক্তি পাওয়ার কথা। যেখানে রবি ঘোষের ভূমিকায় রুদ্রনীল অভিনয় করতে চলেছেন। তবে এই সমস্ত ছবির শুটিং হয় ২০১৯ ও ২০২০ সালে। অথচ ২০২১ সালের পর দিয়ে কোনো কাজ তার হতে নেই বলেই জানা যাচ্ছে।




Leave a Reply

Back to top button