নারীদের স্বার্থে বিশেষ ব্যবস্থা ! দিল্লিতে মহিলাদের জন্য এবার শুরু হলো গোলাপী অ্যাম্বুলেন্স

অনীশ দে, কলকাতা: দুই বছর আগে কোভিড- 19(Covid-19) মানুষের জীবনে এক আকস্মিক পরিবর্তন ঘটায়(Pink Ambulance)। অক্সিজেনের অভাব হোক, গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়া হোক কিংবা শ্মশানে দীর্ঘ লাইন, একাধিক ঘটনার সাক্ষী ঠেকেছে ভারতবর্ষ(Pink Ambulance)। করোনার জেরে জীবনে আমূল পরিবর্তন হয়েছে ভারত তথা বিশ্ববাসীর(Pink Ambulance)। কেউ কেউ নিজের স্বজন হারানোর ব্যথা আজকেও ভুলতে পারেননি।

pink ambulance 1

অ্যাম্বুলেন্সের জেরে নাজেহাল হতে হয়েছিল তখন অনেককেই। শহীদ ভগৎ সিং সেবাদল (Shahid Bhagat Singh Sevadal) তখন দিল্লি(Delhi) সহ সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে সাহায্য করেছেন সাধারন মানুষকে। সেইসময় একদিন একটি পরিবার তাদের কাছে একটি অ্যাম্বুলেন্সের আর্জি জানায়, সাথে এও জানায় যে অ্যাম্বুলেন্সের(Pink Ambulance) চালক একজন মহিলা হলেই ভালো হয়।

প্রথমে এরকম দাবি শুনে শহীদ ভগৎ সিং সেবাদল(Shahid Bhagat Singh Sevadal)- এর মহিলা বিভাগের সভাপতি মঞ্জিত কউর শান্টি(Manjit Kaur Shanti) প্রথমে অবাক হলেও পরে তিনি বুঝতে পারেন মহিলা রুগীরা সবসময়  অ্যাম্বুলেন্সের পুরুষ চালকের সাথে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যার জেরে এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের দিন গোলাপী অ্যাম্বুলেন্স(Pink Ambulance) শুরু করেন। এই অ্যাম্বুলেন্সের(Pink Ambulance) সমস্ত চালক মহিলা এবং নারীদের দ্বারাই পরিচালিত হচ্ছে এই পরিষেবা।

pink ambulance 3

শহীদ ভগত সিং সেবা দলের(Shahid Bhagat Singh Sevadal) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারপার্সন, ডাঃ জ্যোতজিৎ শান্টি জানান, “একজন মহিলা অন্য মহিলার কাছে আবেগ প্রকাশের দিক থেকে আরও বেশি সহজ হতে পারে এবং অ্যাম্বুলেন্সে কোনও সমস্যার সময়, যখন একজন রোগীর অত্যন্ত যত্ন, সান্ত্বনা এবং ভরসার প্রয়োজন, তখন অন্য একজন মহিলা যে মানসিক সমর্থন জোগাতে পারেন, সেটা অন্যরা পারেন না”।

আরও পড়ুন: সিনেমাপ্রেমীদের জন্য দারুন সুখবর, প্রসেনজিৎ এর দেওয়া খবরে উচ্ছসিত সুপারস্টার দেব

মোট চারজন মহিলা অ্যাম্বুলেন্স চালক ও পরিচারিকা নিয়ে শুরু হয়েছে চারটি গোলাপী অ্যাম্বুলেন্স(Pink Amulance)। দিল্লি-এনসিআর সংলগ্ন এলাকায় সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা বিনামূল্যে এই পরিষেবা পাবেন মানুষ। এর মধ্যে দিয়ে শহীদ ভগত সিং সেবা দল(Shahid Bhagat Singh Sevadal) যেনো নারিশক্তিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিল। তারা মনে করেন প্রত্যেকটি দিনই তাদের কাছে নারী দিবস এবং নারীরা যে কোনো ক্ষেত্রেই পুরুষদের থেকে পিছিয়ে নেই এই উদ্যোগ তার জলজ্যান্ত উদাহরণ।




Leave a Reply

Back to top button