মনুষ্যত্বই প্রকৃত ধর্ম, পবিত্র ঈদের মাসে মানুষের ক্লান্তি মেটাতে রাস্তার ধারে ফ্রিজ বসালেন তৌসিফ

প্রত্যুষা সরকার, কলকাতা: এপ্রিলের ( April ) এই কাঠফাটা গরমে একেবারে নাজেহাল অবস্থা সাধারন মানুষের। বাইরে বেরতেই যেন ভয় হয়। কিন্তু রোজকার খেটে খাওয়া মানুষগুলো কে তো বেরতে হবেই তাঁদের কাজের উদ্দ্যেশ্যে। আর এই প্রচণ্ড গরমে রাস্তায় বেরিয়ে ক্লান্ত ( thirsty man ) মানুষগুলো শুধু একটু জলের আশায় সাংঘাতিক কষ্টের মুখে পড়েন। যাদের কেনার সামর্থ্য আছে তারা ঠান্ডা জল বা পানীয় কিনে খেতে। কিন্তু কলকাতার রাস্তায় কাজ করতে যাওয়া বেশিরভাগ মানুষই গরিব ( serve cold water for free )। যাঁদের প্রতিদিন গরমে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েই উপার্জন করতে হয়।

এই গরমে সেই সব সাধারণ মানুষ গুলোর কষ্ট সহ্য করতে পারল না ২৯ বছরের এক ব্যক্তি। গরমে তৃষ্ণার্থ মানুষ গুলোর তৃষ্ণা মেটাতে রাস্তার মধ্যেই করলো ঠান্ডা পানীয়ের ব্যবস্থা। রাস্তার উপর ফ্রিজ ( serve cold water for free ) রেখে ঠাণ্ডা পানির বোতলে ভরে দিলেন ওই ব্যক্তি।
মহম্মদ তৌসিফ রহমান নামে এই ব্যক্তির এই অভিনব উদ্যোগকে কুর্ণিশ জানাচ্ছেন সকলে। একেবারেই বিনামূল্যে পথচলতি মানুষের ব্যবহারের জন্য বসানো হয়েছে এই ফ্রিজ। তাতে ভর্তি জল, সরবত এবং ইদ উপলক্ষে দুধের প্যাকেট।

img 20220503 162558

বেশ কয়েকদিন এগেই সামনে এসেছিল এই ঘটনা। সাম্প্রতিক একটি সংবাদমাধ্যম থেকে নেওয়া তৌসিফ একটি ইন্টারভিউ থেকে আর এমন উদ্যোগের কারণ জানা যায়। হঠাৎ কেন এমন কাজ ( serve cold water for free ) করলেন তৌসিফ জিজ্ঞাসা করা তিনি বললেন, তাঁর ইচ্ছেই ছিল গরিব মানুষের জন্য কিছু করার। এই প্রচন্ড গরমে তারা ঘুরে ঘুরে রোজগার করেন, তাই তাদের যাতে কষ্ট কমানো যায় সেই কারনেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তিনি আরও জানান ফ্রিজের পরামর্শ দেন তাঁর এক বন্ধু।

img 20220503 160711

তবে এখানেই কেন ফ্রিজ বসানো হল জানতে যাওয়ায় তৌসিফ বলেন, ‘এই জায়গাটা বেস্ট। কারণ সামনেই মৌলালি, ধারে-কাছে শিয়ালদা, এদিকে সামনেই রিকশা স্ট্যান্ড রয়েছে। সাথে পাশেই গ্যাসের দোকানও রয়েছে। তাই বহু মানুষ এই রাস্তা দিয়েই আসা যাওয়া করেন, তাঁদের কষ্ট কমাতেই ( serve cold water for free ) এই কাজ। অনেকেই আমায় বলেছিল, ফ্রিজের দামে কয়েকশো মাটির কলসি চলে আসবে। কিন্তু আমি কলসি দেব কেন? আমার যেখানে ক্ষমতা রয়েছে দুটি মানুষকে সাহায্য করার সেখানে ভাল জিনিসটা কেন দেব না?’

এর আগে অনেক জায়গা শোনা গেছে শুধু রোজার মাসেই থাকবে এই ব্যবস্থা ( serve cold water for free )। সেই কথার উত্তরে তৌসিফ বললেন, “একেবারেই না। সারাবছর থাকবে এই ফ্রিজ। যাতে সমস্যায় না পড়তে হয় তাই বর্ষাকালে এই ফ্রিজের ওপরে একটা শেড করে দেওয়ার ইচ্ছে আছে। মানুষ যে উপকৃত হচ্ছেন এটিই অনেক।”

আরও পড়ুন – ৬৬ বছর বয়সে ছাদনাতলায় অরুণ লাল ! বিয়ের পর জানালেন নবদম্পতির মধুচন্দ্রিমার পরিকল্পনা

কতটা মানুষের কাছ থেকে ভালবাসা পেয়েছেন এই কাজ করে? হাসতে হাসতেই বলেন, ‘লোকে তো আমায় নিয়ে মজা করেছিল ( serve cold water for free )। আমি কেন এই কাজ করছি, কী প্রমাণ করতে চাইছি’! তিনি আরও বলেন, এর আগে যখন আলিমুদ্দিন স্ট্রিটে দুর্গাপুজো করেছিলেন তখনও অনেকে অনেক কথা বলেছিল তাঁকে। প্রশ্ন উঠেছিল মুসলমান হয়েও পুজো কী করে করছেন তিনি! কিন্তু এত কিছুর পরেও থেকে থাকেননি তৌসিফ। তিনি বলেন, ‘ভগবানের আশীর্বাদ বলুন কিংবা আল্লাহর রহমত – মানুষের উদ্দেশ্যে কাজ করতে পারছি এই অনেক।’

আরও পড়ুন –পুলিশ একেবারেই অসফল! গত ৪ বছরে নাকি বহুগুন বেড়েছে চুরি-ছিনতাই




Leave a Reply

Back to top button