বড়পর্দায় আবার ফেলুদার গোয়েন্দাগিরি! জুন মাস থেকেই শুরু হবে হত্যাপুরীর শুটিং, জানালেন পরিচালক

অনীশ দে, কলকাতা: বাংলা ছবির যে গোয়েন্দা গল্পের প্রতি একটি বিশেষ ঝোঁক রয়েছে তা কারোর অজানা নয়। সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, অঞ্জন দত্ত থেকে শুরু করে সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) প্রত্যেকেই হাত পাকিয়েছেন গোয়েন্দা গল্পে। ৭০ এর দশক, ভারতবর্ষের রাজনীতির সবচেয়ে টালমাটাল পরিস্থিতিতে দাড়িয়ে, এক বাঙালি সৃষ্টি করলেন বাংলার বহুল প্রচলিত গোয়েন্দা – ফেলুদা। সত্যজিৎ রায় (Satyajit Ray) যখন ফেলুদা লেখেন তখন নিছকই বাচ্চাদের আনন্দ দেওয়াই উদ্দেশ্য ছিল তার। কিন্তু এ যেন হিতে বিপরীত। সবার পছন্দ হয়ে উঠলো প্রদোষ মিত্র (Hatyapuri shooting start)।
সত্যজিৎ রায় নিজের জীবনকালে ফেলুদাকে নিয়ে দুটি ছবি বানিয়েছিলেন – সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ। ফেলুদার চরিত্রে অভিনয় করেছিলেন কালজয়ী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং জটায়ুর চরিত্রে ছিলেন সন্তোষ মিত্র। কিন্তু সন্তোষ মিত্র মারা যাওয়ার পর আর এই গোয়েন্দাকে পর্দায় আনতে চাননি সত্যজিৎ। পরবর্তীকালে তার সুপুত্র সন্দীপ রায় (Sandip Ray) নিজের বাবার জুতোয় পা গলিয়ে বানালেন বাক্স রহস্য (Hatyapuri shooting start)।
তারপর একে একে বম্বাইয়ের বোম্বেটে, কৈলাশে কেলেঙ্কারি, গোরস্থানে সাবধান প্রভৃতি ছবিতে মজে ওঠে দর্শক। সব্যসাচী চক্রবর্তীকে বাঙালি আসল ফেলুদা হিসেবেই দেখতে শুরু করে। কিন্তু এরপর সব্যসাচীর বয়স বাড়ে। যা এক সমস্যার সৃষ্টি করে, কাস্টিং সমস্যা। কারণ সব্যসাচীর বয়স বাড়লেও ফেলুদার তো বয়স বাড়ার কথা না। তাই রয়েল বেঙ্গল রহস্য ছবিতে শেষবারের মত ফেলুদার চরিত্রে দেখা যায় সব্যসাচীকে।
এরপর ২০১৪ সালে নতুন ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। কিন্তু তাকে দর্শক ঠিক মেনে নিতে পারেন না। তার কারণ তিনি আগে থেকেই অন্য এক গোয়েন্দা চরিত্রে দীর্ঘদিন অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ ৭ বছর ফেলুদাকে নিয়ে আর কোনো খবর পাওয়া যায় না। কিন্তু আবার সবাইকে অবাক করে সন্দীপ রায় বড়ো পর্দায় ফেলুদার ঘর ওয়াপসির কথা জানান। প্রথম দিকে কাস্টিং নিয়ে বেশ কিছু সমস্যায় পড়তে হয় তাকে।
আরও পড়ুন:আবীরের গুগলিতে দাদা বোল্ড, রীতিমতো ক্ষেপে গেলেন সৌরভ অনুরাগীরা
ফেলুদা হিসেবে সন্দীপের প্রথম পছন্দ ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta)। কিন্তু প্রযোজকরা চাইছিলেন এমন এক মুখ যা সাধারণ দর্শককে হলে টানতে সক্ষম হবেন। কিন্তু সন্দীপ রায় সাফ জানিয়ে দেন এই চরিত্রে ইন্দ্রনীল ছাড়া অন্য কাউকে তিনি ভাবতেই পারবেন না। প্রযোজক সংস্থা এসভিএফ তাই এই ছবি বানাবেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে প্রযোজনা সংস্থা শ্যাডো ফিল্মস ও ঘোষাল ফিল্মস ঘোষনা করে আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে হত্যাপুরীর শুটিং।