মনের মতো বই পাবেন বাস স্টপে, এবার বাস স্টপে বইয়ের র্যাক রাখবেন আলিমুদ্দিনের তৌসিফ

রাখী পোদ্দার, কলকাতা : আজকাল বাস নিয়ে সাধারণ মানুষকে যে পরিমাণে অপেক্ষা করতে হয় তাতে খানিকটা অধৈর্য হয়ে ওঠাটা স্বাভাবিক। কিন্তু এমতাবস্থায় আপনার অধৈর্য মনোভাব কাটানোর জন্য কাছে যদি পান আপনার পছন্দের বই, তাহলে কেমন হবে বলুন তো? আজ এই স্মার্টফোনের যুগে দাঁড়িয়ে এখনও এমন বহু মানুষ আছে যারা ভালোবাসেন বই পড়তে। আর এই বইপ্রেমী মানুষদের জন্যই কলকাতার বুকে নতুন উদ্যোগ আনছেন আলিমুদ্দিনের তৌসিফ ( Alimuddin Tousif)। বাস স্টপে অপেক্ষারত যাত্রীদের জন্য বইয়ের র্যাক রাখবেন তিনি। এই উদ্যোগটি নেওয়ার জন্য তিনি বেছে নিয়েছেন কলকাতার জোড়া গির্জা বাস স্টপকে ( Bus Stop)।
শুধু তাই নয় এর আগেও এই ধরনের কাজ করেছেন তৌসিফ ( Tousif)। চলতি বছরের এপ্রিল মাসে পথযাত্রীদের গরম থেকে আরাম দিতে রাস্তার পাশে ফ্রিজ রেখে দিয়েছিলেন তিনি। স্থানীয় বহু বাসিন্দাই ঠান্ডা জলের জন্য ফ্রিজে বোতল রেখে যেতেন। কেউ কেউ তো বরফ জমতেও দিয়ে যেতেন। রাস্তায় ফ্রিজ দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছিল, রাতের বেলা ফ্রিজের নিরাপত্তা নিয়ে। যদিও তৌসিফ প্রথম থেকেই নিশ্চিত ছিলেন সাধারণ মানুষের জন্য যে জিনিস করা হয়েছে তা কেউ চুরি করবেন না। এবারও তাঁর একই বক্তব্য, বইপ্রেমীরা বাস স্টপে বই রাখার গুরুত্বটা ঠিক বুঝবেন। আর এই বইও তো মানুষের জন্যই, তাই কেউ চুরি করবে না। এমনটাই তাঁর বিশ্বাস। তাই তালা-চাবির বন্দোবস্তের প্রশ্নই ওঠে না বলে মনে করেন তিনি।
আরও পড়ুন : বয়সই হয়ে দাঁড়াল বাধা, বাচ্চা বউয়ের সাথে বিচ্ছেদের পথে অরিন্দম! ‘গোধূলি আলাপ’ এ নয়া মোড়
এবার সেই আলিমুদ্দিনের ( Alimuddin) বাসিন্দা তৌসিফ ( Tousif) বাস স্টপে যাত্রীদের জন্য বই রাখার র্যাক রাখতে চলেছেন। শুধু বই নয়, রোজকার খবরের কাগজ রাখারও পরিকল্পনা করেছেন তৌসিফ। আপাতত পুরনো বই দিয়েই এই লাইব্রেরির পথ চলা শুরু হতে চলেছে। সেল্ফ এবং বইয়ের জন্য প্রাথমিক খরচ তিনি করলেও অনেকেই বই দান করবেন বলে তাঁর আশা। ছোট ছোট গল্প, কমিকস এবং পুরনো বই রাখার চিন্তাভাবনা করেছেন তিনি। বাস স্টপে ( Bus Stop) একাধিক ভাষার বই থাকবে বলে জানিয়েছেন তিনি। বাংলা, ইংরাজির পাশাপাশি হিন্দি এবং উর্দু গল্পের বইও রাখা হবে সেখানে।
আরও পড়ুন : বিশেষ দিনের বিশেষ চমক, ভক্তদের কাছে পায়েস খেয়েই জন্মদিন পালন উচ্ছেবাবুর
এর আগেও কর্নাটক সড়ক পরিবহণ কর্পোরেশন বিভাগের উদ্যোগে বাস টার্মিনালে যাত্রীদের পড়ার জন্য বই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও ২০২০ সালে রাজ্যের তরফ থেকেও ট্রামের মধ্যে চলন্ত লাইব্রেরির উদ্যোগ নেওয়া হয়। কলকাতার ( Kolkata) বাস স্টপে বই রাখার এই উদ্যোগ নতুন না হলেও অভিনব বটেই। আপাতত একটি বাস স্টপে বই রেখে তার গ্রহণযোগ্যতা দেখতে চাইছেন তৌসিফ। এই উদ্যোগ সকলের কাছে গ্ৰহণযোগ্য হলে, কলকাতার মেয়রের কাছে তৌসিফ আবেদন করবেন, যাতে কলকাতার আরও বাস স্টপে বইয়ের র্যাক রাখার ব্যবস্থা করা যায়।