যাদবপুরে শিরোনামহীন! প্রথমবার ভারতে কনসার্ট করার সুযোগ এই বাংলাদেশী ব্যান্ড-এর

মন্টি শীল, কলকাতা : গান, বিনোদনের এই বিশেষ উপাদানের সঙ্গে প্রায় সকলেই পরিচিত। ব্যস্ততার ফাঁকে অথবা কাজের মাঝে একটু মনোরঞ্জনের জন্য প্রায় বেশিরভাগ জনই গানের সহায়তা নেয়। বর্তমানে নেটমাধ্যমে বিভিন্ন রকমের গান ঘোরা ফেরা করলেও, আজকের বেশির ভাগ যুব সমাজ ‘রক সংগীত’-এর উপর বেশি করে চর্চিত। আর এই রক সংগীতকে এক অন্যতম মাত্রায় পৌছে দিতে সাহায্য করেছে বিভিন্ন ব্যান্ড গ্রুপ। গোটা দেশ তথা বিশ্ব জুড়ে এই রকম একাধিক ব্যান্ড রয়েছে মনোরঞ্জনের জন্য।
কিন্তু এই রক সংগীত এবং ব্যান্ড-এর দুনিয়াতে নিজের এক বিশেষ পরিচিতি গড়ে তুলতে হাজির হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড গ্রুপ ‘শিরোনামহীন’ (Shironamhin)। জানা গিয়েছে, কলকাতার নামজাদা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university)-এর ক্যাম্পাসে কনসার্ট করবে শিরোনামহীন। শোনা যায়, এই জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড বিশ্বের একাধিক দেশ জুড়ে প্রচুর কনসার্ট ও স্টেজ শো করেছে। কিন্তু তাদের প্রতিবেশী দেশ ভারতে একটিও শো করেননি তার। তাই প্রথমবারের মতো শো করতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে ব্যান্ডের তারকারা।
জানা গিয়েছে, আগামী ২৯ শে মে ওপার বাংলার রাজধানী ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন শিরোনামহীন-এর গোটা দল। ব্যান্ডের তরফে জানানো হয়েছে যাদবপুরের গ্র্যান্ড নাইট উপলক্ষে গত ২১ তারিখ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিভিন্ন রকমের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আগামী ২৮ শে মে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ এর শো রয়েছে। আর অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ আগামী ২৯ শে মে যাদবপুরের ক্যাম্পাসে কনসার্ট করবে শিরোনামহীন। তাদের মূলত বক্তব্য, ভারতের মাটিতে এটাই তাদের প্রথম লাইভ শো।
আরও পড়ুন……প্রেম থেকে চাকরি! এই রাশির জাতকদের সবদিকেই মিলবে সফলতা, একনজরে আজকের রাশিফল
আরও পড়ুন……সুখবর! ফের ছোটো পর্দায় ফিরছেন ‘মহাপীঠ তারাপীঠ’ খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী
শিরোনামহীন-এর এই দীর্ঘ যাত্রা পথে ভারতে অনুষ্ঠান করার সুযোগ হয়নি। তবে এইবার তারা এই সুযোগ পেয়ে সত্যি আপ্লুত। তবে শুধু মাত্র কলকাতাতেই নয় এই জনপ্রিয় ব্যান্ড দলের লাইভ শো করার কথা ছিল মুম্বাইয়ের জনপ্রিয় ব্যান্ড দল ‘সিম্ফনি অর্কেস্ট্রা’-র সঙ্গে। কিন্তু কিছু জটিলতার কারণে তাদের এই প্রোগ্রাম বাতিল করতে হয়েছে। কিন্তু এই সুযোগ যে ফের তাদের কাছে আসবে সে বিষয়ে তারা আত্মবিশ্বাসী। তবে সম্প্রতি যাদবপুরে শো করার আগে এই ব্যান্ড তাদের নতুন গান ‘পারফিউম’ নেটমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা শ্রোতাদের কাছে ইতিমধ্যেই জনপ্রিয়। তবে এই ব্যান্ড গ্রুপের ভারতে পদার্পণ যে স্মৃতিমধুর হতে চলেছে তা এর আবহাওয়া দেখে বোঝা যাচ্ছে।