আগেই মানসিক ভারসাম্য হারিয়েছিলেন? দাঁত মুখ খিঁচিয়ে রূপঙ্করের অদ্ভুত ভঙ্গিমার ভিডিও ভাইরাল

আবারও এক নক্ষত্রপতন। গত মঙ্গলবার ৩১ মে মারা গিয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। তিনি এই নিয়ে কলকাতায় এই প্রথমবার দুটো লাইভ শো করেছিলেন পরপর। মৃত্যুর আগে লাইভ শো নিয়ে অনেক রকম কটাক্ষের মুখে পড়েন তিনি। রূপঙ্কর বাগচী তাকে উদ্যেশ্য করে একটা ফেসবুক লাইভের মাধ্যমে কেকের জনপ্রিয়তা নিয়ে বহুল মন্তব্য করেন।

img 20220601 231208

উল্লেখ্য কেকের মৃত্যুর পর অনেকেই রুপঙ্করের করা সেই ভিডিওর কমেন্ট বক্সে চড়াও হয়। কেউ কেউ আবার স্বয়ং রূপঙ্কর বাগচীকেই ‘ খুনি ‘ বলে কটাক্ষ করছেন। অনেকে আবার তাঁর গাওয়া ” মিও আমরের” গানটি নিয়ে কৌতুক করছেন। এছাড়াও তাকে নিয়ে মিমের ছড়াছড়ি বিভিন্ন মিম পেজ জুড়ে। অনেকে সোজাসুজি রূপঙ্কর বাগচীকে ‘ উন্মাদ ‘ বলেই দিচ্ছেন । এত খোলামেলা ভাবে এরূপ সিঙ্গারকে উন্মাদ বলার নেপথ্যে বেরিয়ে এসেছে এক আজব ধরনের ভিডিও যেখানে রূপঙ্কর বাগচীকে স্বয়ং দেখা যাচ্ছে কিছু কথা বলতে । তাছাড়াও রূপঙ্করের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যেখানে তাঁকে দেখা যাচ্ছে একটা শাড়ি তিনি পরিধান করে হেসে ছবি দিয়েছেন। নেটিজেনরা সেই ছবি শেয়ার করছে বিপুল পরিমাণে ।

বিশেষ ভাবে উল্লেখ্য রূপঙ্কর বাগচীর যে ভিডিওটি প্রাপ্ত হয়েছে তা থেকেই অনেকেই ঠাওর করছেন শুধু সেদিন নয় আগেই মানসিক ভারসম্য হারিয়েছিলেন তিনি। ভিডিওটি তে দেখা যাচ্ছে তিনি একটি রসুনের কোয়া নিয়ে একটি খালি বাটি নিয়ে হাস্যরসের চেষ্টা করছেন।সাথে চলছে পুরোদমে দাঁত মুখ খেচানো।

এছাড়াও তিনি তার পোষ্যকে নিয়ে বিভিন্ন রকমের কথা বলে চলছেন ভিডিও জুড়ে। তাহলে কি সত্যিই তিনি পাগল এ নিয়ে বেশ আলোচনা সহ তর্কাতর্কি চলছে নেটিজেন মহলে। যদিও অনেকে এই কৌতুকের বিরোধিতা করছেন । কারণ সবে সবে কেকের মৃত্যু মেনে নিতে পারছেন না একাংশই। তার মধ্যে রূপঙ্করকে কটাক্ষ করা নিয়ে রেগে যাচ্ছেন অনেকেই।

 

 




Leave a Reply

Back to top button