Nokia: বাজার কাঁপাতে হাজির Nokia, সেই পুরানো দামেই ফিরে এল ‛গরিবের মাসিহা’

জয়িতা চৌধুরি,কলকাতাঃ দু-দশক আগের কথা। নোকিয়া ( Nokia ) ছিল মোবাইল ফোনের জগতে সর্বাধিক জনপ্রিয় একটি ব্রান্ড। ভারতের বাজারে এই ফোনের একচেটিয়া ব্যবসা চলছে রমরমিয়ে। তবে একদিন হঠাৎই তা হারিয়ে যায় টাচ স্ক্রিনের ভীরে। সম্প্রতি নোকিয়া এনেছে তার নতুন মডেল 2660 Flip ফিচার ফোন। নতুন এই ডিভাইসটিতে রয়েছে ক্ল্যামশেল ডিজাইন। সঙ্গে রয়েছে তিনটি রঙের বিকল্পও। Nokia 2660 Flip ফোনটিতে পাওয়া 48 MB RAM ও 128 MB অনবোর্ড স্টোরেজ। এটিতে একটি 2.8-ইঞ্চি QVGA প্রাইমারী ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডিভাইসটি ওয়্যারলেস FM স্ট্রিমিং সাপোর্ট দেয়। নতুন ফিচার ফোনটিতে 1,450mAh ব্যাটারি রয়েছে।
Nokia 2660 Flip-এর বাজার মূল্যঃ
বিভিন্ন বাজারে Nokia 2660 flip-এর মুল্য বিভিন্ন। যুক্তরাষ্ট্রে ফোনটির বাজার মূল্য মূল্য EUR 64.99 (প্রায় ৫,০০০ টাকা)। চীনে, নতুন Nokia ফিচার ফোনটির দাম CNY 429 (প্রায় ৫,000 টাকা) সহ তালিকাভুক্ত করা হয়েছে। ফ্রান্সে, ফোনটির দাম EUR 79.99 (প্রায় ৫,000 টাকা)। তবে ভারতে মোবাইলটির মুল্য এবং উপলব্ধতা ঘোষণা করেনি নোকিয়া। জুলাই মাসে নোকিয়া সংস্থা মোবাইলটি লঞ্চ হওয়ার কথা জানিয়ে ছিল। একসঙ্গেই নোকিয়ার পক্ষ থেকে লঞ্চ করা হয়েছিল Nokia 8210 4G ও Nokia 5710 XpressAudio।
ডুয়াল-সিম (ন্যানো) নোকিয়া 2660 ফ্লিপ সিরিজ 30+ চলে অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে 2.8-ইঞ্চি QVGA প্রাইমারি ডিসপ্লে রয়েছে। এছাড়াও একটি 1.77-ইঞ্চি QQVGA বাইরের ডিসপ্লে রয়েছে। Unisoc T107 SoC দ্বারা চালিত, মোবাইলটিতে রয়েছে 128MB RAM এবং 48MB অনবোর্ড স্টোরেজ। এরসঙ্গে রয়েছে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে অন্তর্নির্মিত স্টোরেজ 32GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।এছাড়াও রয়েছে LED ফ্ল্যাশ সহ একটি 0.3-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Bluetooth v4.2, 3.5mm অডিও জ্যাক, এবং মাইক্রো-USB পোর্ট, MP3 প্লেয়ার প্রমুখ। সব শেষে রয়েছে ৯০ দশকের ছেলে মেয়েদের নোকিয়ার মুল আকর্ষণ স্নেক, ক্রসি রোড, টেট্রিস, অ্যারো মাস্টার সহ আরও অনেক গেম।