দুর্ধর্ষ প্ল্যান নিয়ে ফিল্ডে নামল জিও! বছরভর সুবিধা, চমকে দেওয়ার মতো অফার! জানুন একনজরে
জিও-এর নতুন প্ল্যানে থাকছে দুর্দান্ত সব অফার! কী কী? দেখুন একনজরে

পূর্বাশা, হুগলি: বারংবার নানান চমকে দেওয়ার মতো প্ল্যান এনে দর্শকদের মন জয় করেছে রিলায়েন্স জিও। ভারতের বাজারে এই টেলিকম সংস্থার জুড়ি মেলা ভার। যার দরুণ প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। আর এবার স্বাধীনতা দিবস উপলক্ষে ফের বাম্পার অফার নিয়ে এল জিও। নতুন এই প্ল্যান শুনে রীতিমতো চমকে যাওয়ার জোগাড় ইউজারদের।
স্বাধীনতা দিবস উপলক্ষে যে অফার নিয়ে এসেছে জিও, সেখানে গ্রাহকদের রিচার্জ করতে হবে ২৯৯৯ টাকা করে। জিওর এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং, ২.৫ জিবি ইন্টারনেট, ও দৈনিক ১০০টি করে এসএমএসের সুবিধা। এই সুবিধা কার্যকর থাকবে গোটা এক বছর তথা ৩৬৫ দিনের জন্য। ব্যবহারকারীদের 5G পরিষেবা দেবে সংস্থা।
আর কেবল এখানেই শেষ নয়। এই অফারটি নিলে
সুইগীতে পাবেন ২৪৯ বা তার বেশি অর্ডারে ১০০ টাকা ডিসকাউন্ট, ‘Yatra’ থেকে ফ্লাইট বুকিংয়ে
১৫০০ টাকার ডিসকাউন্ট, অনলাইন শপিং অ্যাপ ‘Ajio’ তে ৯৯৯ বা তার বেশি টাকার কেনাকাটায়
২০০ টাকার ডিসকাউন্ট। এছাড়াও রিলায়েন্স ডিজিটাল থেকে অডিও পন্যের কেনাকাটায় ১০ শতাংশ ছাড় ও অনলাইন ওষুধের উপর ২০ শতাংশ ডিসকাউন্ট। তাই আর দেরি কিসের? চটপট রিচার্জ করুন জিও-এর এই অফারে।