ফের সোনা পাচারের চেষ্টা, মহিলা যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার লুকানো সোনা

মহিলা যাত্রীর গতিবিধিতে সন্দেহ হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় মলদ্বারে লুকানো আছে সোনা। অপরদিকে অন্য এক যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার ৫৪২ গ্রাম সোনা।

শুভঙ্কর, কলকাতা: ফের সোনা পাচারের চেষ্টা কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রেফতার করা হয়েছে এক মহিলা যাত্রীকে। মলদ্বারে সোনা লুকিয়ে পাচার করার চেষ্টায় ছিলেন ওই মহিলা বলে অভিযোগ। শুল্ক দপ্তরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকদের তল্লাশিতে হাতেনাতে ধরা পড়লেন অভিযুক্ত। উদ্ধার করা হয়েছে ৪৪৯ গ্রাম সোনা। যার আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৫ হাজার টাকারও বেশি।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে, ব্যাংকক থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে কলকাতায় আসেন ওই অভিযুক্ত মহিলা যাত্রী। বিমানবন্দরে নামার পর মিস রুষদা নাজ নামে মহিলা যাত্রীর চলন-বলন দেখে সন্দেহ হয় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তাদের। যেমন ভাবা তেমনি কাজ। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে শুরুর দিকে কিছুই বলতে চাননি তিনি।

Kolkata airport,gold smuggling,Kolkata,custom officers

সবটাই খুব সন্তর্পনে এড়িয়ে যাচ্ছিলেন। জেরার চাপ বাড়াতেই ভেঙে পড়েন তিনি। জানান তাঁর পায়ুপথের মধ্যে লুকানো আছে প্রায় ৫০০ গ্রামের সোনার পেস্ট। তথ্য জানার পর প্রয়োজনীয় নিয়ম অনুসরণ করে লুকানো সোনা উদ্ধার করেন আধিকারিকরা। তবে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই মহিলাকে। তিনি কোনও আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত আছেন কিনা সেই বিষয়ে নিশ্চিন্ত হতে চাইছেন কাস্টম অফিসাররা।

অন্যদিকে এই মহিলার পাশাপাশি আরও একজন যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার হয়েছে ৫৪২ গ্রাম সোনার পেস্ট। যার বাজার মূল্য ২৯ লক্ষ ৪৩ হাজারের অধিক। ইত্তিহাদ ফ্লাইট ইওয়াই ২৫৬ বিমানে আবুধাবি থেকে কলকাতা আসেন ওই যাত্রী। প্যান্টের পকেটে সোনা লুকিয়ে ভারতে আনছিলেন তিনি। তার বিমান কলকাতার মাটি স্পর্শ করার পর বিচলিত হয়ে ওঠেন ওই যাত্রী। তার গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টম অফিসারদের। ইত্তিহাদ ফ্লাইট ইওয়াই ২৫৬ বিমানের ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় তার পকেটে রয়েছে সোনা। এই অভিযুক্ত যাত্রীরা সোনা কি করে নিজেদের জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে ফ্লাইটে উঠতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।




Leave a Reply

Back to top button