যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল শিক্ষা প্রতিষ্ঠানে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

র‍্যাগিং নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে একটি গাইডলাইন তৈরি করে আর কে রাঘবন কমিটি। অভিযোগ, বিশ্ববিদ্যালয়গুলি এই নির্দেশিকা আদৌ বাস্তবায়ন হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে না ইউজিসি। শুধু যাদবপুর নয়, রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় থেকেই র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। তাই সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই গাইডলাইন প্রয়োগের দাবি জানিয়ে মামলা করেছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।

Jadavpur University,Calcutta High Court,Ragging,PIL

আর কে রাঘবন কমিটির গাইডলাইন অনুযায়ী, হস্টেলে জুনিয়র এবং সিনিয়রদের আলাদা রাখতে হবে। জুনিয়রদের নিরাপত্তার দিকে বাড়তি মনোযোগ দিতে হবে হস্টেল কর্তৃপক্ষকে। কিন্তু বাস্তবে এমনটা হয় না বলেই দাবি মামলাকারী আইনজীবীর। সে কারণেই যাদবপুরের মতো মর্মান্তিক ঘটনা ঘটে। মামলাকারীর আশা, অক্ষরে অক্ষরে এই গাইডলাইন মেনে চললেই র‍্যাগিংয়ের ঘটনা কমবে।

প্রসঙ্গত, কেরলের একটি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে মামলা হয়। তখন প্রাক্তন সিবিআই ডিরেক্টর আর কে রাঘবনের নেতৃত্বে তৈরি হয় কমিটি। সেই কমিটি বেশ কিছু সুপারিশ করে। বেঁধে দেয় গাইডলাইন। দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে এই গাইডলাইন মেনে চলার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি বলেই অভিযোগ।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, তিন তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ, র‍্যাগিং সহ্য করতে না পেরেই তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেন ওই পড়ুয়া। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই আবহে এবার জনস্বার্থ মামলা দায়ের হল হাই কোর্টে।




Leave a Reply

Back to top button