রেড রোডে স্বাধীনতা দিবস অনুষ্ঠান শুরু, রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনের শীর্ষ কর্তারা।
কলকাতা পুলিশের বিশেষ দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্মান জ্ঞাপন করা হয়। গার্ড অফ অনার নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল।

শুভঙ্কর, কলকাতা: আজ দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। সকালবেলায় লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে মণিপুরের হিংসা হিংসা থেকে দেশের আগামীর পরিকল্পনা কথা উঠে এসেছে। এবার কিছুক্ষণ আগে শুরু হল কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস অনুষ্ঠান। দেশ জুড়ে একমাত্র কলকাতাতেই কুচকাওয়াজের মাধ্যমে দিল্লির মত স্বাধীনতা দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। তারপরে রাজ্যের শহীদ পুলিশ কর্মীদের বেদী শহীদ মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যম দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। মুখ্যমন্ত্রী সঙ্গে উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। তাঁরা প্রত্যেককে একে একে শহীদ মেমোরিয়ালে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপরে কলকাতা পুলিশের বিশেষ দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সম্মান জ্ঞাপন করা হয়। ‘গার্ড অফ অনার’ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। তারপরে কলকাতা ও রাজ্য পুলিশের সম্মিলিত ব্যান্ডে বেজে ওঠে জাতীয় সংগীত। পতাকা উত্তোলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ভিক্টোরিয়াল মেমোরিয়ালের দিক থেকে রাজ্য সরকারের হেলিকপ্টারের মাধ্যমে পুষ্প বৃষ্টি করা হয় রেড রোডের উপরে। হেলিকপ্টার উড়িয়ে আনেন ক্যাপ্টেন ইন কমান্ড অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কেএম রেড্ডি ও সহ পাইলট হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার এমএন বিকাশ। রাজ্য প্রশাসনের আইএএস অফিসার এবং আইপিএস পুলিশ অফিসারদের তাঁদের অসাধারণ কাজের জন্য বিশেষ পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী।
পদক দেওয়ার বিশেষ অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় বহু প্রতীক্ষিত কুচকাওয়াজ। রাজ্য ও কলকাতা পুলিশের বিভিন্ন দল কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিশেষ মহিলা বাহিনীর দলও উপস্থিত ছিল। এরপরে বিভিন্ন ট্যাবলো সাজিয়ে প্রদর্শন করা হয়। এখন চলছে বিভিন্ন দলের পক্ষ থেকে নৃত্য অনুষ্ঠান। দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্যা অনুষ্ঠান জমজমাট করে তুলেছে রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে।