পুজোতে বাইরে যাওয়ার প্ল্যান, ভাবছেন কোথায় যাবেন ঘুরে আসুন উত্তরবঙ্গের এই জায়গা গুলোতে
উত্তরবঙ্গ যাওয়া মানেই দার্জিলিং তো থাকবেই। সত্যজিৎ রায়ের লেখা উদাহরণ টেনে বলতে হয় ‘জমজমাট দার্জিলিং

শুভঙ্কর, কলকাতা : সামনেই আসছে দুর্গাপুজো, বাঙালির মন এই সময় করে উড়ু উড়ু। এমনিতেই ভ্রমণ প্রিয় বাঙালি সারা বছর ফাঁক-ফোকর পেলেই ৩-৪ দিনের জন্য বেরিয়ে পড়ে। আর যারা পাহাড়প্রেমী তারা চলে যান পাহাড়ে। তাঁরা পাহাড় ছাড়া কিছুই বোঝেন না। আগে থেকে ট্যুর থেকে প্ল্যান করা থাকলে সহজেই যাওয়া যায় যেকোনও জায়গা । তবে তা না থাকলে কিছুটা সমস্যায় পড়তে হয়। তবে আজকের এই প্রতিবেদনে চারদিনে পাহাড় ঘুরে আসার সম্পূর্ণ বর্ণনা রইল। কোথায় যাবেন কি কি দেখবেন সব রইলো বিস্তারিত।
উত্তরবঙ্গ এমন একটা জায়গা যেন পশ্চিমবঙ্গের বুকেই এক টুকরো সুইজারল্যান্ড। যেকোনো ভবন প্রেমী মানুষ এখানে ঘুরতে যাবেই যাবে। তার ওপর হাতে যদি দিন চারেকের সময়। তাহলে তো কোন কথাই নেই। আর উত্তরবঙ্গ যাওয়া মানেই দার্জিলিং তো থাকবেই। সত্যজিৎ রায়ের লেখা উদাহরণ টেনে বলতে হয় ‘জমজমাট দার্জিলিং’। শৈল শহরে একান্তে বা পরিবার নিয়ে দিন কাটানোর জন্য প্রথমে যেতে হবে শিয়ালদা স্টেশন সেখান থেকে উত্তরবঙ্গগামী ট্রেন ধরে সোজা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়ি করে দার্জিলিং। যাওয়ার সময়ই দেখে নিতে পারেন, লেপচাজগত, মিরিক লেক, নেপাল সীমানা ভিউপয়েন্ট। এরপর দার্জিলিং পৌঁছে রাতটা কাটান আগে থেকে বুক করে রাখা কোন হোটেলে। না হলে সাধারণত হোটেলগুলো পাওয়া যায়।
দ্বিতীয় দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। ব্রেকফাস্ট সেরেই ঘুরতে বেরিয়ে পড়ুন। রঙ্গিত ভ্যালি টি এস্টেট, ঘুম রেলওয়ে স্টেশন, ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, পিস প্যাগোডা ঘুরে দেখতে পারেন। এরপর রাতে আবার হোটেল ফিরে আসুন। দ্বিতীয় রাতটাও সেখানেই কাটান। ভাগ্য দেখা থাকলে মিলতে পারে কাঞ্চনজঙ্ঘার দেখা। পূর্ণিমার রাত হলে তো কথাই নেই। ট্রিপের তৃতীয় দিন দার্জিলিং থেকে রংজু ভ্যালির উদ্দেশে বেরিয়ে পড়ুন। যাওয়ার সময় লামাহাট্টা, তিনচুলে, তাকদা ঘুরে দেখতে পারেন। সেই রাতটা রংজু ভ্যালিতেই কাটান। চতুর্থ দিন রংজু ভ্যালি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন। খেয়াল রাখবেন যত সকাল সকাল বেরোবেন, তত বেশি জায়গা ঘুরে দেখতে পারবেন। করোনেশন ব্রিজ, ত্রিবেণী, পেশক হয়ে আসতে পারেন। এরপর ট্রেন ধরে হাওয়া। চারটে দিন যে কোথা থেকে কেটে যাবে বুঝতেই পারবেন না। ফুরফুরে মেজাজ এর নতুন উদ্যমে ফের শুরু করুন প্রাত্যহিক জীবন।