বঙ্গে বেড়াতে আসছেন ‘বনের রাজা’ সিংহ! পুজোয় রোমহর্ষক লায়ন সাফারির মজা নিতে তৈরি বাঙালি…

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে জোরদার প্রস্তুতি! আসছে চার সিংহের দল

পূর্বাশা, হুগলি: পুজোর কাউন্ট ডাউন শুরু হয়েছে ইতিমধ্যেই। একমাস পরই বঙ্গে দূর্গোৎসব। আর পুজোর ছুটিতে বাইরে পাড়ি দেন অনেক বাঙালি। পাহাড়, জঙ্গলের টানে তাঁদের গন্তব্য হয় শিলিগুড়ি কিংবা জলপাইগুড়ি। আর সেসব জঙ্গল প্রিয় বাঙালির জন্য এবার সুখবর এল রাজ্যে। জানা যাচ্ছে, এবছর পুজোয় শিলিগুড়িতে হতে চলেছে লায়ন সাফারি।

Durga Puja,Bengali Festival,Travel,Wb Tourism,Siliguri,Lion Safari

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক বরাবরই দর্শক আকর্ষণের শীর্ষে। এখানে রয়াল বেঙ্গল ও হাতির পাশাপাশি রয়েছে লেপার্ডও। তবে এবারের পুজোয়
সাফারি পার্কে বেড়াতে আসবেন চার বনের রাজা তথা সিংহমামা। দর্শকদের ভিড়কে মাথায় রেখে গুরুত্বপূর্ণ ব্যবস্থা করছে পর্যটন দফতর।

Durga Puja,Bengali Festival,Travel,Wb Tourism,Siliguri,Lion Safari

ইতিমধ্যে সিংহমামাকে আমন্ত্রণের প্রস্তুতি তুঙ্গে।
আলিপুর চিড়িয়াখানা, রাঁচি ও ত্রিপুরা থেকে আনা হবে তাঁদের। তার জন্য ৪০ হেক্টর জমিতে তৈরি করা হবে এনক্লোজার, সাফারি পার্কে পাতা হচ্ছে খাঁচা। এছাড়াও ১০ কামরার নাইট শেল্টার তৈরির কাজ চলছে বলে জানা যাচ্ছে। পুজোয় যাতে পর্যটকদের ‘লায়ন সাফারির’ স্বাদ দেওয়া যায়, তার জন্য চলছে চূড়ান্ত প্রস্তুতি পর্ব।




Leave a Reply

Back to top button