জন্মদিনে ডোনাকে কী উপহার দিলেন সৌরভ? হীরের নেকলেস নাকি মার্সেডিজ? চমকে যাবেন আপনিও

Social Title: হীরের নেকলেস নাকি মার্সেডিজ, সৌরভের উপহারে চমকে যাবেন আপনিও

‘ছোট্টবেলার প্রেম/ আমার কালো মেম/ মেরি অ্যান…’। না, সৌরভ গাঙ্গুলি এই গান গাননি। তখন অঞ্জন দত্ত কোথায়! সৌরভেরও ছোট বেলার প্রেম। সেই স্কুলজীবন থেকেই। কত বাধাবিপত্তি পেরিয়েছেন। কিন্তু প্রেম থেকেছে অটুট। বিয়েও করেছেন ডোনাকে। ক্রিকেটের পর এটাই তাঁর ‘প্রথম’ ভালোবাসা।

২২ আগস্ট ছিল ডোনার জন্মদিন। ৪৭-এ পা দিলেন। সারাদিন ব্যস্ততা। স্বাভাবিক। উপহার পেয়েছেন দেদার। খাওয়াদাওয়াও হয়েছে জমিয়ে। কিন্তু সৌরভ কী উপহার দিলেন? নতুন গাড়ি, আরেকটা বাংলো নাকি অন্য কিছু? ডোনা নিজেই জানিয়েছেন সে কথা। আর তা শুনেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ। স্ত্রীর জন্মদিনে এমন উপহারের কথা কেউ ভাবতেও পারেন না।

Sourav Ganguly,Dona Ganguly,Birthday Gift,Kolkata

সৌরভের জীবন মানেই উত্থানপতন। ইন্ডিয়া টিমে খেলেছেন। বাদ পড়েছেন। আবার ফিরেছেন। সোনালি অক্ষরে লেখা আছে কামব্যাকের সেই ইতিহাস। এই গোটা সময় সৌরভের পাশে পাশে ছাতা হয়ে ছিলেন ডোনা। সাফল্যে কাঁধে হাত রেখেছেন। ব্যর্থতায় দিয়েছেন সাহস। সৌরভের জীবনে ডোনা অনন্য।

তবে ডোনা শুধু সৌরভের স্ত্রী নন। তাঁর নিজস্ব পরিচয় রয়েছে। ডোনা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী। ওড়িশি নৃত্যে তাঁর বিশেষ পারদর্শিতা রয়েছে। দেশ বিদেশে অনুষ্ঠান করেন। নাচ শেখানও। তাঁর স্কুলের নাম ‘দীক্ষামঞ্জরি’। জন্মদিনের সকাল থেকে তাই শুভেচ্ছার বন্যা। নাচের স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অসংখ্য অনুরাগী। বাদ যাননি কেউই।

বাড়িতেও বিশেষ আয়োজন করা হয়েছিল। কেক কাটা, খাওয়াদাওয়া। ২২ আগস্ট ছিল মঙ্গলবার। সৌরভের পরিবারের ইষ্টদেবতা মা মঙ্গলচণ্ডী। তাই এদিন নিরামিষ। দুপুরে সাদামাটা ঘরোয়া মেনু। ভাজা আর সুজির পায়েস। রাতে বিরিয়ানি (ভেজ)। এরপর উপহারের পালা। সৌরভ কী উপহার দিলেন? নিশ্চয় খুব দামি! ডোনার নিজের কথায়, ‘দাদা উপহার হিসেবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছে’। ব্যস! হ্যাঁ, ব্যস। এটাই ডোনাকে সৌরভের স্পেশাল গিফট।




Leave a Reply

Back to top button