যাদবপুর নিয়ে উত্তপ্ত রাজপথ, খন্ডযুদ্ধ বাঁধলো এবিভিপি সমর্থক ও পুলিশের
সময় যত গড়াচ্ছে পরিস্থিতি ঘোরালো হচ্ছে। বাড়ছে বিক্ষোভের মাত্রা। আজ যাদবপুর কান্ডকে ঘিরে বাঁধলো এভিবিপি ও পুলিশের খন্ডযুদ্ধ।

শুভঙ্কর, কলকাতা: যত দিন বাড়ছে ততই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে যাদবপুর কান্ডকে ঘিরে। ইতিমধ্যে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে পড়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই ঘটনার পর রাজ্য সরকারের ওপর চাপ বৃদ্ধি করে চলেছে। এমন পরিস্থিতিতে আজ পুলিশের সঙ্গে এবিভিপির সদস্যদের ঝামেলায় উত্তপ্ত হয়ে উঠলো রাজপথ। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করতে হবে এই দাবি নিয়ে গোলপার্ক থেকে যাদবপুর ৮ বি পর্যন্ত মিছিলের কর্মসূচি গ্রহণ করে এবিভিপি। প্রথমদিকে মিছিল শান্তভাবে শুরু হলেও মিছিল যাদবপুর থানা সংলগ্ন মোড়ের কাছে আসতেই পুলিশ ও মিছিলে থাকা জনতার খন্ডযুদ্ধ বেধে যায়। দফায় দফায় পুলিশি বাধা, পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপি কর্মীদের ধস্তাধস্তি উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। পুলিশের পক্ষ থেকে মিছিলের পথ আটকানো হলে ঝামেলার সৃষ্টি হয়। ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশও লাঠি উঁচিয়ে তেড়ে যায়। সেই সময়ের রীতিমতো চ্যাং-দোলা করে এবিভিপি কর্মী-সমর্থকদের সরিয়ে নিয়ে যেতে থাকে পুলিশ।
প্রথম দিকে মিছিল শান্তিপূর্ণভাবে শুরু হলেও কিছুটা এগানোর পরেই বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। তখন বিশৃঙ্খলা শুরু হয়। কয়েকজনকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। তখন বিক্ষোভকারীরা দৌড়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে থাকেন। যাদবপুর থানার সামনে মিছিল পৌঁছালে সেখানে আগে থেকেই মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। এরপরে শুরু হয় দ্বিতীয় দফায় মিছিল। দ্বিতীয় দফার মিছিল বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে থাকে। কিন্তু সেখানেও আবার উত্তেজনা তৈরি হয়। আবারো তারা পুলিশের বাধার মুখে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হয় ঘন্টাখানেক পর।
একদিকে যাদবপুরে মিছিলের জন্য যেমন উত্তপ্ত রাজপথ। তেমনই অন্যদিকে কলকাতা পুলিশের অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার শঙ্খশুভ্র চক্রবর্তী যাদবপুর হস্টেলের চারজন আবাসিককে জিজ্ঞাসাবাদ করেন। শুধু তিনিই জিজ্ঞাসাবাদ করেননি, জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের ডিসি-এসএসডি বিদিশা কলিতাও।যদিও তাদের আটক করা হয়নি বলে জানানো হয়েছে। ঘটনার দিন তারা উপস্থিত ছিলেন বলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তলায় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটে তার উপরের তলায় এই পড়ুয়ারা থাকেন।