কলকাতা শহরে রয়েছে এক বিশেষ গলি যা পরিচিত ‘কন্ডোম গলি’ নামে

বেশ কয়েক বছর আগে পর্যন্ত কন্ডোমের নাম মুখে নিতে পছন্দ করত না অনেকে। জানতো না কি কারণে ব্যবহার করা হয় এই জিনিস। জন্ম নিয়ন্ত্রণে বা অনেক যৌন অসুখ সারাতে এর প্রয়োজনীয় কতটা জানতো না কেউই। তাই গলির মধ্যে কয়েকটা দোকানে কন্ডোম বিক্রি শুরু হয়।

শুভঙ্কর, কলকাতা: শহর কলকাতা কত কিছুই না রয়েছে এই শহরে। অলিতে-গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস। কলেজ স্ট্রিটের মতো বিশ্ব খ্যাত বইয়ের পাইকারি মার্কেটও রয়েছে কলকাতাতেই। চাঁদনী চকের মত জায়গা রয়েছে যেখানে ইলেকট্রনিকের সমস্ত সরঞ্জাম অল্প দামে পাওয়া যায়। রয়েছে জামাকাপড়ের জন্য বিখ্যাত ধর্মতলা। আরও কত কিছু আছে যা আমরা সকলে জানি না। এইরকমই এক অদ্ভুত গলি রয়েছে কলকাতা শহরে। যেখানে শুধু পাওয়া যায় কন্ডোম। শুনতে একটু কেমন লাগছে তাই না! কিন্তু হ্যাঁ এটাই সত্যি। সেই গলির দোকানগুলোতে শুধু কন্ডোম পাওয়া যায় বলেই নাম হয়েছে কন্ডোম গলি।

মনে প্রশ্ন জাগছে যে কোথায় রয়েছে এমন গলি? শুনলে অবাক হবেন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা চত্বরেই আছে এমন গলি। বেশিদূর যেতে হবে না আপনাকে। ধর্মতলা থেকে যে রাস্তা কলকাতা পুরসভার দিকে যাচ্ছে তার উল্টো দিকের গলি হল মতি শীল স্ট্রিট। এই রাস্তা ধরেই সোজা চলে গেলে যাওয়া যাবে চাঁদনী চকে। তবে শুরুর দিকে কিছু দোকানে শুধুমাত্র পাওয়া যায় কন্ডোম। দোকানগুলোর পোশাকি নাম ফ্যামিলি প্ল্যানিং স্টোর। প্রতিটি দোকানের আলাদা আলাদা নাম হলেও এখানে মূলত পাওয়া যায় কন্ডোম। এছাড়াও ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যা যা প্রয়োজন সে সবই বিক্রি হয় ওই দোকানগুলিতে। পাওয়া যায় সার্জিক্যাল আইটেমও।

Condom Gully in Kolkata,Condom,Kolkata,Moti Sil Street,Family Planning Store

তবে কেন এমন নাম সে বিষয়ে প্রশ্ন জাগে নিশ্চয়ই! দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে এখানে মূলত কন্ডোম এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের জিনিস পাওয়া যায় বলেই এই গলির নাম হয়ে গিয়েছে কন্ডোম গলি। আগে অনেকেই জন্ম নিয়ন্ত্রণের জন্য এই বস্তুর নাম জানতো না। কন্ডোমের কি কাজ তাও সকলের অজানা ছিল এমন কি মুখে এই শব্দ আনতে অনেকেই এখনো পর্যন্ত স্বাচ্ছন্দ বোধ করেন না। তবে পরিস্থিতি অনেকটা বদলেছে। এখন অনলাইনেও পাওয়া যায় কনডম। সেই জন্যই নিরিবিলিতে এই দোকানগুলো গড়ে ওঠে। নাম হয়ে যায় কন্ডোম গলি।




Leave a Reply

Back to top button