বাঙালি শ্রেষ্ঠ উৎসবও বাদ গেল না রাজনীতির থেকে
রাজ্যের শারদ সম্মানকে টেক্কা দিতে ময়দানে নেমেছে রাজভবনের দূর্গা ভারত সম্মান।

শুভঙ্কর, কলকাতা: রাজ্য বনাম রাজভবন এই সংঘাত যেন প্রতিনিয়তই বেড়ে চলেছে। কে কাকে টেক্কা দেবে সেই নিয়েই ব্যস্ত। এই সংঘাত এখন এমন জায়গায় পৌঁছেছে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবও এই সংঘাতের হাত থেকে রক্ষা পেল না। প্রতিবছরই মুখ্যমন্ত্রী সেরা পুজোর জন্য ‘শারদ সম্মান’ পুরস্কার দেন। কিন্তু এবছর সেই সম্মানকে টেক্কা দিতে রাজ্যপাল ‘দুর্গা ভারত সম্মান’ পুরস্কারের কথা ঘোষণা করেন। আজ রাজ ভবনের পক্ষ থেকে প্রকাশিত একটি বিবৃতি দেখে এমনটাই মনে করছেন ওয়াকিবহল মহল।
বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে নিয়েও চলছে রাজ্য রাজনীতি। প্রতিবছরই মুখ্যমন্ত্রী সেরা পুজো গুলিকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ দেন। কিন্তু এবছর এই সম্মানের যোগ হয়েছে আরও একটা সম্মান। তবে এটা ঠিক সেরা পুজোর সম্মান নয়, এটা টক্কর দেওয়ার সম্মান। এ বছর থেকে রাজভবনও সেরা পুজোকে জানাবে সম্মান। আর এই সম্মানের নাম রাখা হয়েছে ‘দুর্গা ভারত সম্মান।’ তবে এ বছর থেকে এই সম্মান শুরু হলেও নিজেদের জায়গা যাতে ঠিক থাকে সেই জন্য এই সম্মান উপলক্ষে বলা এই সম্মান শুধু বঙ্গবাসীদের মধ্যেই থাকবে না, এই সম্মান গোটা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে। আর এই কারণেই আজ রাজভবন থেকে সমগ্র দেশের কাছ থেকে মনোনয়নপত্র চেয়ে পাঠিয়েছে। এই সম্মানে মনোনীতরা বিভিন্ন ধরনের কৃতি শিল্পীরা বা শিল্পসাহিত্য গবেষণা থেকে শুরু করে বিজ্ঞান সমস্ত শিল্পীরাই।
এবার আসুন এই পুরস্কারের সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। দুর্গা ভারত সম্মানকে মোট তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগ ‘দূর্গাভারত পরম সম্মান’। এই সম্মানে যারা মনোনীত হবেন তারা পাবেন এক লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয় ভাগ ‘দুর্গাভারত সম্মান।’ এই সম্মানে মনোনীতরা পাবেন ৫০ হাজার টাকা। আর তৃতীয় ভাগ হল ‘দুর্গাভারত পুরস্কার।’ এইভাবে মনোনীতরা পাবেন ২৫ হাজার টাকা। তবে এই পুরস্কার কি কি বিষয় দেখে দেওয়া হবে ? এই বিষয়ে রাজভবনের তরফ থেকে জানানো হয়েছে ১১ টি তালিকা অর্থাৎ শিল্প গান ছবি আঁকা ভাস্কর্য আলোক চিত্র আদিবাসী শিল্প প্রভৃতি বিষয় বিবেচনা করেই দেওয়া হবে।