“আগামী ৪-৫ দিন ভালোরকম বৃষ্টি হবে”: আবহাওয়া দফতর

মানুষকে বাইরে বেরোতে বারণ করা হয়েছে। এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রের ধারে কাছে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুভঙ্কর, পশ্চিমবঙ্গ : ‘ঝড়’ শব্দটা শুনলেই মনের মধ্যে কেমন যেনো একটা আতঙ্ক সৃষ্টি হয়। সে মানুষের জীবনে ঝড় হোক কি প্রকৃতির শক্তি ঝড়, দুটোই অত্যন্ত ভয়ানক এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরে। দুই ক্ষেত্রেরই ঝড় বয়ে গেলে মানুষ দিশেহারা হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ হলে তো কোন কথাই হয়না। সাধারণ জীবন ধ্বংস হয়ে নাস্তানুবাত পর্যায়ে চলে যায়। ক্ষতি হয় চাষবাসেরও। অনেক ক্ষেত্রে ক্ষতি চরম পর্যায়ে চলে যায় এবং স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে আসতে লাগে বহু সময়। এবার এমনই কি ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর? কি বলতে চাইছে তারা বাংলার আবহাওয়ার ক্ষেত্রে? চলুন তাহলে জেনে নেওয়া যাক সামনের দিনগুলি বাঙালিদের কেমন কাটতে চলেছে?

“আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও বেশ ভালই বৃষ্টি হবে।“ সাফ জানিয়ে দিলো আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃষ্টি বাড়বে গোটা বঙ্গে শনিবার সকাল থেকেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই এমনটা হবে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে সাধারণ মানুষকে বেরোতে বারণ করা হয়েছেই, পাশাপাশি মৎস্যজীবীদেরও সমুদ্রের ধারে কাছে যেতে বারণ করা হয়েছে। এতটাই খারাপ অবস্থা। আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিতভাবে যা বলেছে, তাতে জানা গিয়েছে যে শনিবারে উত্তরবঙ্গে তেমন বৃষ্টি না হলেও রবিবার থেকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। সবচেয়ে ভয়ের ব্যাপার পাহাড়ি এলাকাগুলোতে ধস নামার আশঙ্কাও রয়েছে।

Weather,Bengal,North Bengal,South Bengal

অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তাতে অবস্থা খুব একটা ভালো হবেনা বলেই মনে করা হচ্ছে। আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে। শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা আছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই বর্ধমানে। বঙ্গবাসী দেখেছে আমফান, দেখেছে আয়লা। সবারই সেই সময়ের ভয়াবহ মুহূর্তগুলো মনে আছে, তাই তারা মন থেকে প্রার্থনা করছে এই দিন যেনো আর না আসে।




Leave a Reply

Back to top button