ছুটি হতে চলেছে মাটি! রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

শুভঙ্কর, কলকাতা: দিনের শুরুতে খুশির খবর দিলো না আবহাওয়া অফিস। আজও রাজ্যের একাধিক জেলায় অব্যাহত থাকবে ঝড় ও বৃষ্টি। এমনিতেই গত দুদিন চরম বৃষ্টির জেরে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্যবাসীকে। তার উপর আজও এই ঝড়-বৃষ্টি ‘গোদের উপর বিষফোঁড়া’র মতো। তবে দেখা যাক কি বলছে আবহাওয়া অফিস। আজ পুড়তে চলেছে কোন জেলার বা কোন কোন জেলার লোকেদের কপাল? আবহাওয়া অফিসের বক্তব্য, পরিস্থিতি একই থাকবে ২-৩ দিন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি আপাতত চলবে। এবার বিস্তারিত জানা যাক দুই বঙ্গের পরিস্থিতি, অর্থাৎ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ।
দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার ভারী বৃষ্টি হবে। ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা? জানা গিয়েছে, ভারী বৃষ্টি হওয়ার চরম সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। কিন্তু কলকাতার ক্ষেত্রে বলা হয়েছে অন্য কথা। কলকাতায় সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির। আবহাওয়া অফিস স্পষ্ট করে দিয়েছে যে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গ: এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতির কথায়। উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া অফিস জানিয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত। বৃদ্ধি পাবে বৃষ্টি আজ থেকে। ঠিক কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা? জানা গিয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়াও কালিম্পং, দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। অর্থাৎ, আজ সোমবার ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ছুটি হতে চলেছে মাটি। তার বড়ো কারণ এই ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া অফিস রাজ্যবাসীকে করে দিয়েছে সতর্ক। এমনকি মৎস্যজীবীদেরও সমুদ্রের ধারে কাছে যেতে নিষেধ করা হয়েছে। এবার দেখার বিষয় আগামী দিনগুলিতে কি বলতে চলেছে আবহাওয়া অফিস।