গোটা রাজ্যে এবার শীতের আমেজ! আগামী কয়েকদিন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে নিন বিস্তারিত
আগামী কয়েকদিন আবহাওয়ার সম্পর্কে সমস্ত খবর বিস্তারিত জানতে দেখে নিন একনজরে

গরমের দিন থেকে বৃষ্টির দিন সবকিছুর এবার অবসান ঘটিয়ে রাজ্যে প্রবেশ করতে চলছে শীতের মেজাজ। আবহাওয়া দফতর সূত্রে খবর , পশ্চিমের জেলাগুলিতে এবার তাপমাত্রার বদল ঘটিয়ে ২০ ডিগ্রি নিচে নামতে পারে তাপমাত্রা। আগামী ৩-৪ দিন ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে বলে আশা করছেন তারা।
বেলা বাড়ার সাথে সাথে দু একদিন তাপমাত্রার একটু পরিবর্তনের চলে শরীরে অস্বস্তি হতে পারে। কিন্তু বেলা শেষে রাতের দিকে আসতে আসতে শীতকালীন আবহাওয়া অনুভব হতে পারে বলে জানা যাচ্ছে।এছাড়াও আগামী ৭ দিনে কোনরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।
আজ বৃহস্পতিবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ১ ডিগ্রি সেলসিয়াস নীচে।
বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬৩ থেকে ৯৬ শতাংশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।