দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি দর নিম্নমুখী

বিভিন্ন দেশে যদি নিম্নমুখী হয় তাহলে কলকাতায় জ্বালানি দল কেমন? সেটা জানতে প্রতিবেদনটি এক ঝলক দেখে নিন।

শুভঙ্কর, কলকাতা: এখন প্রায় মানুষেরই সঙ্গী মোটর বাইক বা চারচাকা গাড়ি। অভিযোগ বা যেকোনো কাজে সব সময়ই গাড়ি নিয়ে ছুটতে হয়। তবে এই গাড়ি চালাতে গেলে দরকার পেট্রোল বা ডিজেল। প্রতিদিনই দামের হেরফের হয় পেট্রোল বা ডিজেলের। তাহলে আজ পেট্রলের বা ডিজেলের দাম কেমন হতে পারে তা জানতে চাইছেন তো। এক ঝলকে দেখে নিন আজকে কেমন থাকছে দাম।

আজকে দেশের চার অন্যতম বড় শহরগুলির মধ্যে মূলত চেন্নাইয়েরই পেট্রোল-ডিজেলের দামের পরিবর্তন হয়েছে। এছাড়াও জ্বালানি দরের হেরফের হয়েছে একাধিক শহরে। জানা গেছে দামের পরিবর্তন হয়েছে ছত্তিশগড়, আসাম, বিহার, অন্ধ্রপ্রদেশ, আজমির, আহমেদাবাদ, অরুণাচলপ্রদেশ, আগ্রা প্রভৃতি জাগায়। কিছু জায়গায় দাম বেড়েছে এবং কিছু জায়গায় দাম কমেছেও। এবার দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় দাম বেড়েছে। আজকে জ্বালানির দর বেড়েছে আজমির, অন্ধ্রপ্রদেশ, আহমেদাবাদে। আজমিরে পেট্রোলের দাম ১৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৮ টাকা ২০ পয়সা। ডিজেলের দাম ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৩ টাকার ৪৭ পয়সা। অন্ধ্রপ্রদেশে ৭৮ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ১১১ টাকা ৬৬ পয়সা। ডিজেলের দামে ৭৩ পয়সা বেড়ে হয়েছে ৯৯ টাকা ৪২ পয়সা। আহমেদাবাদে ১২ পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে ৯৬ টাকা ৪৯ পয়সা এবং ডিজেলের দামে ১২ পয়সা বেড়ে হয়েছে ৯২ টাকা ২৩ পয়সা। অন্যদিকে দাম কমেছে চেন্নাই, আগ্রা, ছত্রিশগড়, বিহার, আসাম, অরুণাচলপ্রদেশে। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০২.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৬ টাকা কমেছে। অরুণাচলপ্রদেশে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৫.৩৯ টাকা হয়েছে। আগ্রায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.২০ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯. ৩৭ টাকা হয়েছে।

Petrol price,Diesel Price,Kolkata,Petrol Diesel Price Today

এছাড়াও কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা হয়েছে। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। শিল্পেরনগরী মুম্বইয়ে পেট্রোলে লিটার প্রতি দাম ১০২.৬৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯৪. ২৪ টাকা আজকে।




Leave a Reply

Back to top button