কেন সন্ধিপুজো এতো গুরুত্বপূর্ণ?
এ বার মহা অষ্টমী পড়েছে ২২ অক্টোবর রবিবার। বিকেল ৪:৫৪তে সন্ধিপূজো শুরু। বিকেল ৫:১৮এর মধ্যে বলি সেরে নিতে হবে এবং বিকেল ৫:৪২এর মধ্যে পুরো সন্ধিপূজো শেষ করতে হবে।

শুভঙ্কর, কলকাতা: বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো উপলক্ষে দিন কয়েক বাদেই গোটা বাংলা ছেয়ে যেতে চলেছে আলোয়। বাজবে সন্ধ্যায় আরতির ঘন্টা। ইতিমধ্যেই শেষ মুহূর্তে দ্রুত গতিতে কাজ চালাচ্ছে মিস্ত্রি থেকে শুরু করে শিল্পীরা। পাশাপাশি হাটে ও বাজারে ভিড় জমেছে পুজো প্রেমীদের নতুন জামাকাপড়ের জন্য। তবে প্রতিবারের মতোই এইবারও দুর্গা পুজোর সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত হলো সন্ধিপুজো। কি এই পুজো? কেন এটা এতটা গুরুত্বপূর্ণ? আছে অনেক কারণ। পাশাপাশি, আছে অনেক নিয়মও।
বলে রাখা ভালো, সন্ধিপুজো হয় অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে। মোটা ৪৮ মিনিট নিয়ে সন্ধিপুজোর ক্ষণ। এই পুজোয় দেখা যায় বলিদান ও অঞ্জলি দুটোই। ১০৮টি পদ্ম দেওয়ার পাশাপাশি ১০৮টি প্রদীপ দিয়েও মায়ের আরতি করা হয়। তবে কেন এই সন্ধিপুজো এতো গুরুত্বপূর্ণ, তার জন্য রয়েছে কিছু কারণ। পুরান মতে, অষ্টমী ও নবমী তিথির এই সময়ের মাঝে দেবী দুর্গা দেখা দেন চামুন্ডা রূপে। এছাড়াও জানা গিয়েছে, এই সময় চন্ড ও মুন্ড দুই ভয়ংকর রাক্ষসকে বধ করেছিলেন দেবী দুর্গা এবং এই কারণেই তিনি নিয়েছিলেন দেবী চামুন্ডার রূপ। এই বিষয়টি রামায়ণেও বলা হয়েছে, যে প্রভু শ্রী রামচন্দ্র রাবনকে বধ করার জন্য দেবী দুর্গাকে ১০৮টি পদ্ম অর্পণ করেছিলেন। মনে করা হয় ‘চন্ড ও মুন্ডা’,এই দুই রাক্ষস আমাদের মধ্যেই বাস করে। মানুষের মনে এই রাক্ষসকে সরিয়ে দেবী দুর্গার পূজা করাই সন্ধিপূজোর আসল উদ্দেশ্য।
জানা গিয়েছে, এ বার মহা অষ্টমী পড়েছে ২২ অক্টোবর রবিবার। বিকেল ৪:৫৪তে সন্ধিপুজো শুরু। বিকেল ৫:১৮এর মধ্যে বলি সেরে নিতে হবে এবং বিকেল ৫:৪২এর মধ্যে পুরো সন্ধিপুজো শেষ করতে হবে। উল্লেখ্য, আর কদিন বাদেই শুরু হবে দুর্গাপুজো। তবে চিন্তা ধরাচ্ছে বৃষ্টি। পুজো প্রেমীরা চাইবে মনেপ্রানে যাতে এই বছর বৃষ্টি না মাটি করে দেয় তাদের আনন্দ।