পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নাম জরালো রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

রবিবার সাতসকালে ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিলো সিবিআই।

শুভঙ্কর, কলকাতা: বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই হানা অব্যাহত। এবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নাম জরালো রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। রবিবার সাতসকালে তাঁর বাড়িতে হানা দিলো সিবিআই।জানা গেছে, তার বাড়ির মধ্যে ঢুকে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে তদন্তকারীরা এবং বাইরে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জাওয়ানরা। বাড়ির ভিতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা এখনও পর্যন্ত।

ফিরাদ হাকিমের বাড়ির বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে তৃণমূল সমর্থকরা এবং কেন্দ্রীয় সরকার বিরোধী স্লোগান তোলা হচ্ছে। মনে করা হচ্ছে রাজ্যের পুরো মন্ত্রীকে তার বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। প্রথমে ফিরহাদ কন্যা প্রিয়দর্শনী হাতিমকেও ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। পরে কথা কাটাকাটির পর তাকে প্রবেশ করতে দেওয়া হয়। এমনকি পুরো মন্ত্রীর উকিলকেও প্রথমদিকে ঢুকতে দেওয়া হয়নি। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে তাঁর আইনজীবীকে ঢুকতে দেওয়া হবে কি না, সেটা সিআরপিএফ জওয়ানরা জানাবেন।

WB,TMC,BJP,Firhad Hakim

উল্লেখ্য, এই মুহূর্তে শিক্ষক নিয়োগ, পুরো নিয়োগ, কয়লা পাচার, গরু পাচার, ইত্যাদি মামলায় রাজ্যে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। রাজ্যের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে চাপে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। এবার দেখার বিষয়, লোকসভা নির্বাচনের আগে আর কাদের বাড়িতে হানা দিতে চলেছে ইডি ও সিবিআই তদন্তকারীরা। কিসের ইঙ্গিত দিচ্ছে এই দিয়ে কেন্দ্রীয় সরকার? ফের কি তলব করা হতে পারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? নাকি সরকার ফেলার একটা নতুন ছক? রাজনৈতিক মহলের মতে এই মুহূর্তে যা কিছু ঘটতে পারে। তবে এটা স্পষ্ট যে লোকসভা নির্বাচনের আগে সবদিক থেকেই রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে চাপে রাখবে কেন্দ্রীয় সরকার এজেন্সির মাধ্যমে।




Leave a Reply

Back to top button