অবশেষে খুঁজে পাওয়া গেল বিদ্যা বালনের মেয়েকে! ‘মিষ্টি’ কন্যার পরিচয় ফাঁস করলেন অভিনেত্রী
বিমানবন্দরে কন্যা সন্তানের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন অভিনেত্রী বিদ্যা বালন।

পূর্বাশা, হুগলি: বলিউড ডিভা বিদ্যা বালনের বিয়ে হয়েছে প্রায় এগারো বছর। কিন্তু এতদিন পর্যন্ত তাঁকে নিঃসন্তান বলেই জানতেন সকলে। কিন্তু সম্প্রতি এমন এক তথ্য সামনে এল, যা দেখে চক্ষু চড়কগাছ গোটা নেটপাড়ার। বিমানবন্দরে নিজের মেয়ের সঙ্গে এক ফ্রেমে ধরা পড়লেন অভিনেত্রী। যা দেখে অনুরাগীদের প্রশ্ন, অভিনেত্রী এতদিন নিজের মেয়ের পরিচয় লুকিয়ে রেখেছিলেন?
চারিদিকে এই ঘটনা রটে যেতে থাকায় নানান প্রশ্নর
মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। আর তারপরেই সত্য খোলসা করেন বিদ্যা বালন। গোটা ঘটনাটিকে
জল্পনা বলে উড়িয়ে দেন তিনি। আসলে বিমান বন্দরে অভিনেত্রীর ছবির ক্যাপশনে পাপারাৎজি লেখে ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা’। অভিনেত্রী বলেন, এই ভুল ক্যাপশনের জন্যই যত রটনা ঘটনা।
এরপরই বিদ্যা বাচ্চা মেয়েটির পরিচয় প্রকাশ করে। তিনি বলেন, মেয়েটি তাঁর নয় বরং তাঁর বোনের সন্তান। তাঁর বোনের যমজ সন্তান রয়েছে। যাদের মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। এই মেয়েটির নাম ইরা। ওই ছোট মেয়েটির সঙ্গেই ছবি তুলেছিলেন তাঁদের মাসি বিদ্যা বালন। আর সেই ছবি ঘিরেই এত ধোঁয়াশা ছড়ালো সমাজ মাধ্যমে।