শান্ত অরিজিৎ কেন গিয়েছিলেন রেগে?

সেই মুহূর্তে গাড়িতে ছিলেন অরিজিৎ। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার জোরে জোরে হর্ন বাজাতে থাকে এক যুবক। এতেই চটে যান তিনি।

শুভঙ্কর, কলকাতা: অল্পবয়সী হোক কি বয়স্ক লোক, সঙ্গীতের ক্ষেত্রে সবার মনেই রাজত্ব করছে এখন বাঙালির গর্ব অরিজিৎ সিং। বলিউডে একের পর এক দুর্দান্ত সংগীত উপহার দিয়ে এখন তিনি শীর্ষস্থানে। সত্যি বলতে গেলে ঠান্ডা মাথার ছেলে হিসেবে সে বেশি পরিচিত কিন্তু আপনারা কি জানেন একবার তিনিও রেগে গিয়েছিলেন। কি সেই ঘটনা? কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় সংগীত জগতের নক্ষত্র এক যুবককে বকাবকি করছেন। কিন্তু কেন? কি এমন ঘটল? জানা গিয়েছে, সেই মুহূর্তে গাড়িতে ছিলেন অরিজিৎ। তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বারবার জোরে জোরে হর্ন বাজাতে থাকে এক যুবক। এতেই চটে যান তিনি।Arijit Singh,Bollywood,Music,Entertainment

ক্ষুব্ধ অরিজিৎ সেই যুবককে জিজ্ঞাসা করেন, “কতো বছর বয়স তোমার?” সেই যুবক উত্তর দেন ২২। এরপর তিনি জানান, “তোমাদের বয়স তো অনেক। কতবার হর্ন বাজিয়েছো তার ধারণা আছে তোমাদের? আমার সঙ্গে দেখা করতে চাও সেটা খুবই ভালো কথা। কিন্তু তাই বলে বাকিদের কেন অত্যাচার করছো? তারা কি করেছে?” এখানেই শেষ নয়। অরিজিৎ আরো জানান, ” তুমি ছবি তুলতে চাও? তো তোলো। কোন ব্যাপার না। সেটার জন্যই তো এসেছো। কিন্তু বারবার হর্ন বাজিয়ে বিরক্ত করোনা।”

তবে এই ঘটনায় বাকি সেলেবদের মতো অরিজিৎ সিংকে কিন্তু কটাক্ষের মুখে পড়তে হয়নি। তিনি সমর্থন পেয়েছেন নেটিজেনদের। নেটিজেনদের বক্তব্য, আর পাঁচটা সাধারন মানুষের মতো সেলেবদেরও নিজস্ব একটা জীবন আছে এবং তাদের বারবার উৎখাত করা একেবারেই উচিত নয়। এছাড়াও নেটিজেনরা আরও জানান এরম বিরক্ত করতে থাকলে রাগ হওয়া তো স্বাভাবিকই।

উল্লেখ্য, এই মুহূর্তে বলিউডে চলছে অরিজিৎ সিংয়ের জয়জয়কার। তার কারণ একের পর এক হিট গান দর্শকদের উপহার দিচ্ছেন তিনি। এবং সম্প্রতি সংগীত জগতের এই নক্ষত্রকে পারফর্ম করতে দেখা যায় বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে।




Leave a Reply

Back to top button