জেনে নিন কলকাতা সেরা পুজোগুলি কোনটা

কলকাতায় শুধু কলকাতাবাসীরাই প্যান্ডেলে প্যান্ডেলে লোকবল নিয়ে ভিড় জমাননা। অন্য জেলা সহ বিদেশি পর্যটকরাও কলকাতায় দুর্গাপূজার সময় আসে শহরের আলোময় রূপ দেখতে।

কলকাতা: এটি উৎসবের মরশুম। স্বাভাবিকভাবেই রাস্তায় ভিড় জমিয়েছে পুজো প্রেমীরা। পুজো শুরুর আগে থেকেই দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছিল। কিন্তু দিন যত এগোচ্ছে, ততই ভিড় বৃদ্ধি পাচ্ছে। উত্তর কলকাতা হোক কি দক্ষিণ কলকাতা, বা হোক জেলার পুজো, সব জায়গায়ই মানুষ প্যান্ডেল সহ দেবী দুর্গার প্রতিমা দেখতে উপস্থিত হচ্ছেন। তবে কলকাতায়, শুধু কলকাতাবাসীরাই প্যান্ডেলে প্যান্ডেলে লোকবল নিয়ে ভিড় জমাননা। অন্য জেলা সহ বিদেশি পর্যটকরাও কলকাতায় দুর্গাপূজার সময় আসে শহরের আলোময় রূপ দেখতে। তবে আজ আপনাদের নিয়ে চলে যাবো কলকাতার কিছু সেরা পুজোগুলিতে, যা প্রতিবছরই মানুষের মন জয় করে চলেছে।

তালিকায় প্রথমে রয়েছে, উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীনের পুজো। পুজোর সময় প্রতিবছরই এখানে দর্শনার্থীদের ভিড় হয় চোখে পড়ার মতো। আড্ডা হোক কি খাওয়া-দাওয়া, বিনোদনের সঙ্গে যুক্ত সবকিছুরই আয়োজন আছে এখানে এরপরে আপনাদের নিয়ে চলে যাবো উল্টোডাঙার কাছে তেলেঙ্গাবাগানের পুজো৷ জানা গিয়েছে, এবছর তাদের পুজোর থিম হলো ‘প্রান্তজনের আত্মকথন।’তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গাবাগানের আশেপাশের একটি পুজো। সেটি করবাগানের পুজো বলে বেশি পরিচিত। এই বছর এই পুজোর থিম হলো ‘সীমানা ছাড়ানো’। এখানে প্যান্ডেল থেকে দেবী দুর্গার প্রতিমা সবকিছুই মন কেড়েছে দর্শনার্থীদের।

WB,Festival,Religion,Durga Puja 2023

 

এরপর রয়েছে আহিরীটোলা যুবকবৃন্দ৷ এমনিতেই এই পুজো জনপ্রিয়। তার উপর প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডিনহো ও বাংলা সিনেমা জগতের সঙ্গে যুক্ত অভিনেতাদের উপস্থিতি এই পুজোর জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছে। এবার তাদের পুজো ৫৩তম বর্ষে পা দিয়েছে। এবার তাদের থিম আটপৌরে সাবেকিয়ানা৷ জানা গিয়েছে, তাদের মন্ডপ সেজে উঠছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। তবে এই তালিকা এখানেই শেষ নয়। রয়েছে আরও বিশেষ পুজো। যেমন কুমোরটুলি পার্ক, হাটখোলা গোঁসাইপাড়া, সন্তোষ মিত্র স্কোয়ার, ইত্যাদি। তবে তালিকায় এত নাম থাকা সত্ত্বেও শেষের দেখার বিষয় এটাই যে সেরা পুজোর পুরস্কার কার কপালে জোটে।




Leave a Reply

Back to top button