দর্শনার্থীদের সুবিধার্থে সাহায্যের হাত বাড়ালো কলকাতা মেট্রো

প্রতিবছরের মত এ বছরও ভোট থেকে শুরু করে রাত অবধি পাওয়া যাবে এই পরিষেবা। তবে, পঞ্চমী থেকে ত্রয়োদশী, সময়টা থাকবে আলাদা।

কলকাতা: বাংলায় দুর্গাপূজা মানে কলকাতার আনাচে-কানাচে পুজো প্রেমীদের ভিড়। কলকাতার পূজা মানে শুধু কলকাতাবাসীদের জন্য নয়, পুজো দেখতে ভিড় জমান অন্য জেলা সহ বিদেশি পর্যটকরাও। ফলে দূরের দর্শনার্থীদের জন্য ট্রেনই একমাত্র উপায়। এই পুজোয় যাতায়াতের যাতে কোনোরকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে সাহায্যের হাত বাড়ালো মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, প্রতিবছরের মত এ বছরও ভোট থেকে শুরু করে রাত অবধি পাওয়া যাবে এই পরিষেবা। তবে, পঞ্চমী থেকে ত্রয়োদশী, সময়টা থাকবে আলাদা।

জানা গিয়েছে, উত্তর-দক্ষিণ মেট্রোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিন পাওয়া হবে ২৮৮টি পরিষেবা, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিনে ২৪৮টি পরিষেবা, দশমীতে ১৩২টি পরিষেবা এবং একাদশী থেকে ত্রয়োদশী পাওয়া যাবে ২৩৪টি পরিষেবা। সময়সূচিটা ঠিক এই রকম: পঞ্চমী ও ষষ্ঠীর (১৯/১০/২০২৩ এবং ২০/১০/২০২৩) দিন মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে মধ্যরাত পর্যন্ত। পাওয়া যাবে ২৮৮টি পরিষেবা – ১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন। প্রতি ৫-৬ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে।

Metro,Festival,Train,Kolkata,Durga Puja 2023

সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন (২১/১০/২৩, ২২/১০/২৩ এবং ২৩/১০/২৩) মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। পাওয়া যাবে ২৪৮টি পরিষেবা – ১২৪টি আপ এবং ১২৪টি ডাউন। প্রতি ৬-৭ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে। দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। পাওয়া যাবে ১৩২টি পরিষেবা – ৬৬টি আপ এবং ৬৬টি ডাউন। প্রতি ৭ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে।

একাদশী দ্বাদশী ও ত্রয়োদশীর দিন (২৫/১০/২৩, ২৬/১০/২৩ এবং ২৭/১০/২৩) মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে রাত ১০:৩৫ পর্যন্ত। পাওয়া যাবে ২৩৪টি পরিষেবা – ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন। প্রতি ৭ মিনিট অন্তর অন্তর মেট্রো পাওয়া যাবে।এই ছিল সময়সূচী। তবে দিন যত এগোবে ততই বাড়বে ভিড়। সামাল দেওয়া চাপ হবে মেট্রোর পক্ষেও।




Leave a Reply

Back to top button