বিতর্কিত মন্তব্য করে নেটিজেনদের কটাক্ষের শিকার সৌরভ পালোধী

সৌরভ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, যেখানে লেখা হয়েছে "ছুঁড়ে জলে ফেলে দিয়ে বলছে, সাবধানে যেও মা। এ কেমন ভালোবাসা মাইরি।"

কলকাতা: যুগ যখন সোশ্যাল মিডিয়ার, মিম, ট্রোল ও অনলাইন কটাক্ষ তখন একটা আর্ট। সেলিব্রিটি মানেই বড়ো ব্যাপার। আজ লোকের চোখে ভালো, তো কাল পান থেকে চুন খোশলেই হয়ে ওঠে সবচেয়ে বড়ো খলনায়ক। সব সেলিব্রিটিদেরই হতে হয়েছে ট্রোলের বা কটাক্ষের শিকার, সে বড়ো মাপের হোক কি ছোটো মাপের। বলিউড হোক কি টলিউড, বা হোক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার, সবাইকেই খেতে হয়েছে এই কামড়। সেই জন্যই বলে, ‘ভাবিয়া করিও, করিয়া ভাবিওনা’। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে নিজের বক্তব্য পেশ করার আগে দশবার বিবেচনা করা উচিত। কিন্তু এমনই একটি মারাত্মক ভুল করে বসলেন কমেডিয়ান সৌরভ পালোধী। দুর্গাপুজোর নিয়ম-কানুন ঘিরে করে বসলেন একটি বিতর্কিত মন্তব্য। যার ফলে তিনি এখন নেটিজেনদের ঘৃণা তালিকায়।

কি বললেন এই জনপ্রিয় কমেডিয়ান? সবে কয়েক ঘন্টা হলো মিটেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মাকে বিদায় জানাতে এখন ঘাটে ঘাটে ভিড় জমেছে বিসর্জন দিতে। এটাই আসলে নিয়ম। অধিকাংশ হিন্দু পুজোর ক্ষেত্রেই দেখা যায় এই বিসর্জন। এই নিয়ম গিরে সৌরভ নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন, যেখানে লেখা হয়েছে “ছুঁড়ে জলে ফেলে দিয়ে বলছে, সাবধানে যেও মা। এ কেমন ভালোবাসা মাইরি।”Sourav Palodhi,Durga Puja,Ritual,Netizen

তাঁর এই পোস্ট একেবারেই ভালোভাবে নেননি নেটিজেনরা। এরপরই বইতে শুরু করে নিন্দার বন্যা। এক নেটিজেন কমেন্ট করেন, “সেই কাঠামোটাকে জলে ফেলা হয়েছে, কিন্তু দেবীর চিন্ময়ী সত্তাকে বলা হয়েছে সাবধানে যেতে। সহজ জিনিসটা সহজভাবে নিতে শিখুন। তাতে আপনারই সুবিধা হবে।” কেউ কেউ উনাকে রাজনৈতিক দিক থেকেও আক্রমণ করেন। এক নেটিজেনের বক্তব্য, “এই কারণেই আপনারা শূন্য”, আবার অন্য একজনের বক্তব্য, “এতদিন জানতাম এরকম আল্টোপকা বক্তব্য একমাত্র দেবাংশুই বকে। কিন্তু আপনিও সেই লিস্টে এসে গেছেন। অভিনন্দন।” কি ভেবে সৌরভ এই পোস্ট করেছেন সেই সম্বন্ধে তাঁর প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে দেখার বিষয় এটার জন্য উনি ক্ষমা চান কিনা।




Leave a Reply

Back to top button