লক্ষ্মীপূজো কেমন কাটালেন টলি সেলিব্রেটিরা

সম্পূর্ণ ভিন্ন রূপেও আলাদা সাজে দেখা গিয়েছে টলি অভিনেত্রীদের। অধিকাংশই নিজের বাড়িতেই লক্ষ্মীপূজার আয়োজন করেছিলেন।

কলকাতা: সিরিয়াল হোক কি সিনেমা, সর্বদাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায় নায়ক-নায়িকারা। আজ এই লোকেশন তো কাল ওই লোকেশন! কাজের চাপ সবসময় লেগেই থাকে। তবে এই সেলিব্রিটিরা যতই ব্যস্ত হোক না কেন, পুজোর সময় এদের দেখা যায় একেবারে ভিন্ন রূপে। ইন্ডাস্ট্রির সব কাজ ভুলে গিয়ে কটাদিন মেতে ওঠেন বাড়ির পুজোয় বা শহরের বিভিন্ন পুজোতে। কদিনের এই আনন্দ তাঁরা কোনরকমেই মিস করেনা। উল্টে নিজেদের ফ্যানেদের উৎসাহ দেন পুজো জমিয়ে কাটানোর। তবে দুর্গাপুজোর জায়গায়, এবারে লক্ষীপূজো কেমন কাটালেন আমাদের বাংলার সেলিব্রিটিরা? কি করেছেন তাঁরা এই দুটি দিন?

প্রথমেই শুরু করা যাক টলিউডের ৯০ দশকের প্রথম সারির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে দিয়ে। জানা গিয়েছে এবারের লক্ষ্মীপূজো তিনি সিঙ্গাপুরেই কাটিয়েছেন। লাল পাড় সাদা শাড়ি পড়ে নিজের বাড়িতেই আয়োজন করেছিলেন লক্ষ্মীপুজোর। অন্যদিকে প্রতিবছর যা করেন, এই বছরও তাই করলেন টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজের প্রাণ খোলা হাসির জন্য পরিচিত এই টলি অভিনেত্রী নিজের হাতে দেবীর মূর্তি সাজিয়েছেন এবং আরাধনাও করেছেন।

Puja,Festival,Tollywood,Entertainment

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কলকাতা শহরের একটি বিখ্যাত পুজো। সেটি হলো মহানায়ক উত্তমকুমারের বাড়ির লক্ষ্মীপুজো। জানা গিয়েছে, প্রতিবছর যেই নিয়ম মেনে লক্ষীপূজা করা হয়, এই বছরও একই নিয়ম মেনে করা হয়েছে লক্ষ্মীপূজো। মহানায়কের স্ত্রী গৌরী দেবীর আদলে প্রতিমার মুখ থেকে শুরু করে শাড়ি ও গয়না দিয়ে সাজানো, গঙ্গাস্নান করিয়ে দেবীকে সাজিয়ে নিয়ে আসা এবং বরণ করা, ইত্যাদি সবকিছুই হয় আগের মতো। এছাড়াও থাকে গরম পান্তুয়া তৈরি করা। তবে আগেকার দিনের মতো এখন আর ছোটদের মহানায়কের সিনেমা দেখানো হয়না।

অন্যদিকে নিজের বাড়িতেই লক্ষ্মী পুজোর আয়োজন করেছিলেন টলি নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। একই চিত্র উঠে আসে আরেক টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর থেকেও। তাঁর বাড়িতেও লক্ষ্মীপূজোর আয়োজন করা হয়। আবার অন্যদিকে ভিন্ন সাজে দেখা যায় আমাদের সবার প্রিয় রাণী মাকে, অর্থাৎ দিতিপ্রিয়াকে। লক্ষ্মীপুজোর দিন তাঁকে পড়ে থাকতে দেখা যায় গোলাপি শাড়ি, কানে ঝুমকো এবং হাতে পুজোর ডালা নিয়ে।




Leave a Reply

Back to top button