মর্নিং ওয়াকে বেরিয়ে এক মহিলা আইনজীবীর থেকে ভাইফোঁটা পেলেন দিলীপ ঘোষ
প্রতিদিন সকালে 'মর্নিং ওয়াক' করতে তিনি যান ইকোপার্কে। এদিনও সেই স্থানে এসে হাজির হন তিনি 'মর্নিং ওয়াক'এর জন্য। তবে আজ পেলেন তিনি একটি বিশেষ উপহার 'ভাই ফোঁটা'।

কলকাতা: রাজনৈতিক মহলে বিতর্কিত মন্তব্যের (Controversial Comments) জন্য জনপ্রিয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh)। শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) থেকে রেশন দুর্নীতি (Ration Scam), একাধিক ইস্যুকে কেন্দ্র করে লাগাতার শাসকদল তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ করে চলেছেন তিনি। এখানেই শেষ নয়, রাজ্যের পুলিশকেও (West Bengal Police) বহুবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রতিদিন সকালে ‘মর্নিং ওয়াক’ (Morning Walk) করতে তিনি যান ইকোপার্কে (Newtown Ecopark)। এদিনও সেই স্থানে এসে হাজির হন তিনি ‘মর্নিং ওয়াক’এর জন্য। তবে আজ পেলেন তিনি একটি বিশেষ উপহার। আর সেই বিশেষ উপহার হল ‘ভাই ফোঁটা'(Bhai Phota)।
জানা গিয়েছে, আজ সকালে রোজের মতো ইকোপার্কে প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন তিনি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন একজন মহিলা। বিজেপি সাংসদের অনুমতি নিয়েই তাঁকে ‘ভাই ফোঁটা’ দিলেন সেই মহিলা (Woman) এবং পা ছুয়ে নিলেন আশীর্বাদ। সেই মহিলা প্রসঙ্গে জানা গিয়েছে, তিনি পেশায় একজন আইনজীবী (Lady Lawyer)। পার্কের একটি সিমেন্টের বেঞ্চে বসে সেই মহিলার থেকে ‘ভাই ফোঁটা’ নিলেন দিলীপ ঘোষ এবং দিলেন সেই মহিলাকে আশীর্বাদ। বিজেপি নেতা সেই মহিলা আইনজীবীকে বলেন, “আশীর্বাদ করছি তুমি যেনো আগামী দিনে একজন বড় আইনজীবী হও। একজন বড় আইনজীবী হয়ে তুমি যেনো সুপ্রিম কোর্টে (Supreme Court) যাও এবং একজন বড় বিচারপতিও (Chief Justice) যেনো হও তুমি।” বিজেপি সাংসদকে ‘ভাই ফোঁটা’ দিয়ে এবং তাঁর আশীর্বাদ নিয়ে খুশি হন সেই মহিলা আইনজীবী।
উল্লেখ্য, প্রতিদিনই মর্নিং ওয়ার্ক করতে ইকোপার্কে যান মেদিনীপুরের (Midnapore) বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গতকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে, তৃণমূলকে আক্রমণ (Verbal Attack) করেন তিনি। একাধিক ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের আইন-শৃঙ্খলা (Law and Order), সবকিছুরই নিন্দা করতে শোনা যায় দিলীপ ঘোষকে।