বিশ্বকাপের মেগা ফাইনালের সমর্থনে থাকতে চলেছে দুই দেশের প্রধানমন্ত্রী!
বিশ্বযুদ্ধে ঘরের মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও!

১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল (World Cup Final)। মেগাফাইনালের পারদ চড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আহমেদাবাদে বসবে তারকাদের মেলা। রোহিত-ব্রিগেডকে উৎসাহ দিতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর সঙ্গে থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। শুধু তাই নয়, এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার (Australlia) প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese) এবং ডেপুটি পিএম রিচার্ড মার্লেসকে(Richard Marles) ও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, অ্যান্থনি অ্যালবানিজ এবং রিচার্ড মার্লেস স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না তা এখনও নিশ্চিত হয়নি।
মূলত, নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মাটি ধরিয়ে ফাইনালের(Final) ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে(South Africa) হারিয়েছে অস্ট্রেলিয়া(Australlia)। ভারত(INDIA) ফাইনালে ওঠার পরের দিনই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল খেলা হয়। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ২১৩ রানের টার্গেট(Target)দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ম্যাচ জিতে ফাইনালের ছাড়পত্র পায়। এখন সব নজর এবার আহমেদাবাদে।১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই সময়ে ‘দেশনায়ক’ ছিলেন মহেন্দ্র সিং ধোনি(Mahendra Singh Dhoni) । তার পরে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিশ্বকাপ ঘরে আসেনি। এবার সেই বদনাম ঘোচানোর সুযোগ এসেছে। রোহিতদের জন্য প্রার্থনা শুরু করে দিয়েছে গোটা দেশ। দেশের শ্বাসপ্রশ্বাসে টিম ইন্ডিয়া।
সূত্রের খবর অনুযায়ী, আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল (World Cup 2023) দেখতে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে(Stadium) ম্যাচ শুরুর আগে ভারতীয় বায়ুসেনার সূর্য কিরণ দল (Surya Kiran Team) অ্যারোব্যাটিক করবে। বলিউড সেলিব্রিটিরা এই বিশ্বকাপ ফাইনালে থাকবেন উপস্থিত। যদিও বিশ্বকাপ শুরু হওয়ার আগে শোনা গিয়েছিল ম্যাচের আগের দিন, ক্যাপ্টেন্স মিটের পর হবে ওপেনিং সেরিমনি। যদিও তা সম্পন্ন হয়নি। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অনুষ্ঠিত হয়েছিল এক অনুষ্ঠান যেখানে পারফর্ম করেছিলেন ভারতের একাধিক সঙ্গীতশিল্পী। অরিজিৎ সিং(Arijit singh), শঙ্কর মহাদেবন,(Shankar Mahadevan) সুখবিন্দর সিং (Sukhwinder Singh)ও সুনিধি চৌহান’দের(Sunidhi Chauhan) নিয়েই অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। পাশাপশি দর্শন রাভাল ও নেহা কক্কর ছিলেন উপস্থিত। যদিও স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের ছাড়া কেউ দেখতে পায়নি এই অনুষ্ঠান।তবে এবারের বিশ্বকাপ ফাইনালে ক্লোজিং সেরিমনি(ceremony)অনুষ্ঠিত হতে চলেছে ও সূত্রের খবর অনুযায়ী হলিউড সঙ্গীতশিল্পী ডুয়া লিপা (Dua Lipa) এই বিশেষ দিনে উপস্থিত থাকবেন।