কলকাতা ফিল্ম ফেস্টিভালে ‘পরিবেশ চর্চা’
KIFF 2023: কিফ-২০২৩ এ থাকছে কৃষক আন্দোলন ও বন্যপ্রাণ রক্ষা

পরিবেশ নিয়ে কত সচেতনতাই না দেখা যায়। চারিদিকে শুধুই বন্যপ্রাণ-মানুষের সংঘাত। একের পর এক মৃত্যু। পরিবেশ নিয়ে কাজ এগোলেও লাভ হয়নি তেমন। তবে সেই বার্তা এখন আরও বৃহত্তর সংখ্যার মানুষের কাছে পৌঁছে দিতেই এবার সবমিলিয়ে পরিবেশ বার্তার এক অনন্য উপহার দিতে চলেছে কলকাতা ফিল্ম ফেস্টিভাল (Kolkata Film Festival)। দেখানো হবে পাঁচটি বিভিন্ন ভাষার সিনেমা। যেখানে থাকবে বন্যপ্রাণ ও কৃষক আন্দোলনের মতো ভিন্ন সাবজেক্ট। প্রথমবার এমন কোনও উদ্যোগ নিতে চলেছেন ফিল্ম ফেস্টিভালের উদ্যোক্তারা।
এই ফিল্ম ফেস্টিভালে পাঁচটি ছবি দেখানো হবে, সেগুলি হল অল দ্যাট ব্রিদস, অ্যান্টাকর্টিকা কলিং, ইথুভারে, কলমকাঠি এবং তিম্মানা মোট্টেগালু। ফ্রান্সের পরিচালক লুক জ্যাকুয়েটের ৮৩ মিনিটের ছবি ‘আন্টার্কটিকা কলিং’ (Antarctica Calling) ৭ ডিসেম্বর বিকেল ৪টেয় দেখানো হবে নিউ এম্পায়ারে। আন্টার্কটিকার বরফ ক্রমশ গলছে, সেনিয়ে এবং সেখানকার মূল বসবাসকারী পেঙ্গুইন সংরক্ষণের বার্তা দেওয়া হবে এই সিনেমার মাধ্যমে।
ভারতীয় পরিচালক সৌনক সেনের ৯১ মিনিটের হিন্দি ছবি ‘অল দ্যাট ব্রিদস’ (All that breathes) দুপুর ১:৩০ মিনিটে দেখানো হবে রাধা স্টুডিয়োতে। দিল্লির দিনের পর দিন বাড়তে থাকা দূষণ এবং তার বিভিন্ন পারিপার্শ্বিক খারাপ দিক তুলে ধরা হবে।
ভারতীয় পরিচালক অনিল থমাসের ১২৭ মিনিটের মালয়ালম ছবি ‘ইথুভারে’ ১১ ডিসেম্বর দেখানো হবে রাধা স্টুডিয়োতে। বাঙালি পরিচালক বিপ্লব দাসের ৮০ মিনিটের ছবি ‘কলমকাঠি’ ৭ ডিসেম্বর দেখানো হবে বিকেল ৩:৩০ মিনিটে। বাংলার চাষীদের নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। পাশাপাশি, ভারতীয় পরিচালক রক্ষিত তীর্থহালির ১০১ মিনিটের কন্নড় ছবি ‘তিম্মানা মোট্টেগালু’ ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টায় দেখানো হবে মেনকা সিনেমায়।