ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গী ভারী বৃষ্টি, কবে কাটবে এই আবহাওয়া ?

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ায়।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষেই হয়ত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

ঘূর্ণিঝড় মিচাং (Cyclone Michaung) অবশিষ্ট অংশ নিম্নচাপ (Depression) হয়ে নামছে অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) ও ওড়িশা (Odisha) উপকূলবর্তী অঞ্চলে। স্বাভাবিকভাবে এর প্রভাবে রাতের তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে।

৪৮ ঘণ্টায় কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মেঘলাই থাকবে। বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে ফেলছেন না আবহাওয়া দপ্তরের আধিকারিকরা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে শুরু করে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ (বৃহস্পতিবার) ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ঝমঝমিয়ে  বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়ার মত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাও বাদ যাচ্ছে না এই তালিকা থেকে।

বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। অনেককেই বলতে শোনা গেল, ‘ডিসেম্বরেও শীতের দেখা নেই।’ কবে জাঁকিয়ে ধরবে শীত সেই অপেক্ষাতেই রয়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৮ ডিসেম্বর, শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর তারপরই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা রবিবার থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে। ততদিন একটু উপরের দিকেই থাকবে তাপমাত্রা। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই।




Leave a Reply

Back to top button